স্পোর্টস ডেস্কঃ সম্প্রতি প্রধান কোচ চেয়ে নতুন বিজ্ঞাপন দিয়েছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান কোচ হিসেবে লম্বা মেয়াদে হাই-প্রোফাইল কাউকেই চায়। বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের চুক্তির মেয়াদ ফুরিয়ে এসেছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই শেষ হবে দ্রাবিড়ের চুক্তি। চাইলে তিনিও আবেদন করতে পারেন নতুন করে। তবে পুনরায় ভারতের কোচ পদে দ্রাবিড়ের না থাকার সম্ভাবনাই বেশি।
দীর্ঘ এক দশক ধরে কোনো বড় শিরোপা জিততে না পারা মেন ইন ব্লু’দের জন্য নতুন কোচই নিয়োগ দিতে চায় বিসিসিআই। অনেকেই আবেদন করলেও, গুঞ্জন উঠেছে রোহিত-কোহলিদের জন্য বেশ কয়েকজন কোচের সাথে নিজেরা উদ্যোগী হয়ে যোগাযোগ করছে বোর্ড। ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার গৌতম গম্ভীরকে দেওয়া হয়েছে কোচ হওয়ার প্রস্তাব। এছাড়াও তালিকায় আছেন অস্ট্রেলিয়ার জাস্টিন ল্যাঙ্গার, রিকি পন্টিং ও নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং।
তবে কিছুদিন আগে এই কোচিং পদে নিজের অনিচ্ছার কথা জানিয়েছেন জাস্টিন ল্যাঙ্গার। এবার একই পথে হাঁটলেন আরেক অস্ট্রেলিয়ান রিকি পন্টিং। অজিদের বিশ্বকাপজয়ী অধিনায়ক জানিয়েছেন রোহিত-কোহলিদের কোচিং পদে আসছেন না তিনি। মূলত নিজের পরিবারের সাথে সময় কাটাতে চান পন্টিং। যদি ভারতের কোচ হন, তাহলে দেশের বাইরে বছরের অধিকাংশ সময়ই কাটাতে হবে। যা এই মূহুর্তে সম্ভব না।
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচের দায়িত্ব পালন করা পন্টিং বলেন, ‘আমি কোনো জাতীয় দলের সিনিয়র কোচ হতে পারলে দারুণ হতে পারত। তবে বাকি দিকগুলো হচ্ছে, এখন আমি বাড়িতে সময় কাটাতে চাই। সবাই জানে, আপনি ভারতের কোচ হলে আইপিএলে কোচিং করাতে পারবেন না। তাই সেই সুযোগটাও (আইপিএলে কোচিংয়ের) আর থাকছে না। জাতীয় দলের প্রধান কোচ হতে হলে আপনাকে ১০-১১ মাস সময় দিতে হবে। আমাকেও সেভাবেই দিতে হবে। তবে এই মুহূর্তে এটা আমার জীবনের সাথে মানিয়ে নেওয়া সম্ভব হবে না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post