স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ লা লিগায় মৌসুমের দ্বিতীয় হার দেখল রিয়াল মাদ্রিদ। শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ গোলে হারল কার্লো আনচেলত্তির দল। এই হারে লিগ টেবিলে বার্সেলোনার চেয়ে আরো পিছিয়ে পড়ল মাদ্রিদের জায়ান্টরা। ইরেমি পিনো ভিয়ারিয়ালকে এগিয়ে নেওয়ার পর রিয়ালকে সমতায় ফেরান করিম বেনজেমা। কিন্তু পরে জেরার্দ মরেনোর গোলটি গড়ে দেয় ম্যাচের ভাগ্য।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় ভিয়ারিয়াল। ৪৭তম মিনিটে মোরেনোর পাস ধরে ডান পায়ের শট রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়াকে ফাঁকি দেন পিনো। রিয়াল সমতায় ফিরে ৫৬তম মিনিটে। ভিয়ারিয়াল ডিফেন্ডার ফয়েথের হাতে বল লাগায় পেনাল্টির দাবি তুলে অতিথিরা। রেফারি ভিএআরে দেখে পেনাল্টি দেন তাদেরকে। বেনজেমা গোল করতে ভুল করেন নি।
একটু পর মোরেনোর পেনাল্টি গোলেই এগিয়ে যায় ভিয়ারিয়াল। এবার বক্সে ডেভিড আলাবার হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। এই হারে লিগ টেবিলে শীর্ষে ফেরার সুযোগ হাতছাড়া হলো রিয়ালের। ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। এক ম্যাচ কম খেলা বার্সোলোনা গোল পার্থক্যে এগিয়ে রয়েছে শীর্ষে। ২০১৮ সালের পর রিয়ালকে হারানোর দারুণ তৃপ্তি পাওয়া ভিয়ারিয়াল ২৭ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post