নিজস্ব প্রতিবেদকঃ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট যুদ্ধ। দীর্ঘ প্রচারণা শেষে ৭ জানুয়ারির সেই নির্বাচনে ক্রীড়াঙ্গন থেকে একাধিক জনপ্রিয় মুখ এবার অংশ নিচ্ছেন। কেউ লড়ছেন দলীয় প্রতীক নিয়ে, কেউ আবার স্বতন্ত্র থেকে অংশ নিচ্ছেন নির্বাচনে। শেষ মূহুর্তের প্রস্তুতি এখন তাদের। ভোটারদের রায়ের অপেক্ষায় এখন তারা।
এর মধ্যে আছেন সাকিব আল হাসান। মাগুরা-১ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচনে টাইগার ক্রিকেটের অধিনায়ক লড়বেন। মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত ঐ সংসদীয় এলাকাতেই বাংলার ক্রিকেটের সুপারস্টার সাকিবের জন্ম। খেলার মাঠ ছাপিয়ে নৌকার মাঝি হয়ে আগামীর এমপি হওয়ার দৌড়ে এই পোস্টার বয়। গেল দেড় মাস ছুটেছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। এবার তার ভোটের পরীক্ষা।
ভোটের মাঝে আছেন বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তাজা। আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ম্যাশ। টাইগারদের সফল তারকা যথারীতি নড়াইল-২ আসন থেকে লড়বেন। চিত্রা পাড় থেকে উঠা আসা এই পেসার গেল ২০১৮ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে এমপি হয়েছিলেন প্রথমবারের মতো। স্থানীয়ভাবে কাজ করে ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক হন। এবার দ্বিতীয়বারের মতো পেয়েছেন মনোনোয়ন। রাজনীতির মাঠে তার জনপ্রিয়তা আকাশচুম্বি।
এদিকে আরও একবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কিশোরগঞ্জ-৬ আসন থেকে লড়বেন সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রয়াত রাজনীতিবিদ আইভি রহমানের সন্তান। দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম পরিচিত মুখ পাপন এই আসন থেকে একাধিকবার এমপি হয়েছেন।
প্রথমবারের মতো নির্বাচন করতে যাচ্ছেন ক্রীড়াঙ্গনের আরেক পরিচিত মুখ শফিউল আলম চৌধুরি নাদেল। তিনি আওয়ামী লীগের হয়ে লড়বেন মৌলভীবাজার-২ আসন থেকে, যেটি কিনা কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, নারী উইংয়ের চেয়ারম্যান, এছাড়া সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে আছেন। নির্বাচনের শেষ মূহুর্তের পরীক্ষায় আছেন তিনি।
এদিকে ক্রীড়াঙ্গনের আরও দুই পরিচিত মুখ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন। তারা হলেন খুলনা-৪ আসন থেকে আব্দুস সালাম মুর্শেদী ও যশোর-৩ আসন থেকে কাজী নাবিল আহমেদ। দুজনই আওয়ামী লিগের বর্তমান সংসদ সদস্য নিজ নিজ আসনে। আর দুজনেই বাংলাদেশ ফুটবলের ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি। এর মধ্যে সালাম মুর্শেদী সিনিয়র সহ-সভাপতি এবং জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার।
বাফুফের আরেক সহ-সভাপতি আতাউর রহমান ভুঁইয়া মানিক নোয়াখালী-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বচন করছেন। সাবেক ফুটবলার আরিফ খান জয়ও নির্বাচন করছেন। বাংলাদেশের সাবেক অধিনায়ক নেত্রকোনা-২ আসন থেকে স্বতন্ত্র পদে নির্বাচন করছেন। ২০১৪ সালে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে সাংসদ নির্বাচিত হওয়ার পর মন্ত্রীত্বও পান। তবে বিতর্কিত ঘটনায় এরপর আর নৌকার টিকিট পাননি।
স্বতন্ত্র পদে নির্বাচন করছেন বাংলাদেশ ফুটবল দলের আরেক সাবেক অধিনায়ক দেওয়ান শফিউল আরেফিন টুটুল। আওয়ামী লীগের নৌকা প্রতীক থেকে বঞ্চিত হওয়ায় স্বতন্ত্র পদে মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচন করবেন। তিনি বিসিবির সাবেক পরিচালকও ছিলেন। তার প্রধান প্রতিপক্ষ জনপ্রিয় কন্ঠশিল্পী মমতাজ বেগম।
এদিকে ক্রীড়াঙ্গনের কোনো মানুষ না হলেও, ফুটবল দিয়ে দেশজুড়ে আলোড়ন তৈরি করেছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন হবিগঞ্জ-৪ আসন থেকে। ঈগল প্রতীক নিয়ে ইতিমধ্যেই তিনি নির্বাচনের ডামাডোলে আলোড়ন তৈরি করেছেন। চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত সেই আসনে বর্তমান এমপি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সাথে সুমনের হাড্ডহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post