স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকা শুরুর আগে প্রস্তুতিটা ঠিকঠাক সেরে নিতে চায় আর্জেন্টিনা। আর এর জন্য আসর শুরুর আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তারা। ২০২৩ বিশ্বকাপ জয়ীরা প্রথম প্রস্তুতি ম্যাচে সোমবার ভোরে মাঠে নামছে। আর্জেন্টিনার এই ম্যাচে প্রতিপক্ষ ইকুয়েডর। যুক্তরাষ্ট্রের শিকাগোর সোলজার স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়।
আর্জেন্টিনা সমর্থকদের প্রশ্ন এখন একটাই, এই ম্যাচে খেলবেন তো লিওনেল মেসি? কারণ সাম্প্রতিক সময়ে চোট বেশ ভালোই ভোগাচ্ছে আর্জেন্টাইন সুপারস্টারকে। যদিও এখন ভালোই ফিট আছেন তিনি। তবে আরও একটা প্রশ্ন আছে, এই ম্যাচ দুটি দিয়ে খেলোয়াড়দের অবস্থা এবং বেঞ্চের শক্তি পরখ করে নিতে চান কোচ লিওনেল স্কালোনি। তাই মেসির খেলা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা।
তবে সব ধোঁয়াশা উড়িয়ে দিয়েছেন কোচ স্কালোনি। তিনি জানিয়েছেন, এই ম্যাচে মেসি খেলবেন। তবে ঠিক কতটুকু সময় তিনি খেলবেন, সেটার নিশ্চয়তা দিতে পারছেন না তিনি। সেটা পুরো ম্যাচ, ৩০ মিনিট না-কি ৬০ মিনিট, মাঠেই বোঝা যাবে।
এই প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘দর্শক মেসির খেলা দেখতে পারবে। সে নিশ্চিতভাবেই কিছু সময়ের জন্য খেলবে। কাকে কত মিনিট সময় দেওয়া যায়, তা নিয়ে আমরা সতর্কতার সঙ্গে ভাবছি।’
স্কালোনি আরও বলেন, ‘আমার মনে হয় লিও (মেসি) খেলবে। আমি জানি জানি না সে পুরো ম্যাচ খেলবে, ৩০ মিনিট খেলবে, নাকি ৬০ মিনিট খেলবে। তবে মানুষ তাকে দেখতে পারবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।’
ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের পর আগামী ১৬ জুন গুয়েতামালার বিপক্ষে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা। আগামী ২১ জুন থেকে পর্দা উঠবে কোপা আমেরিকার। শিরোপা ধরে রাখার মিশনে এবারের আসরে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post