স্পোর্টস ডেস্কঃ আজ বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। রাওয়ালপিন্ডিতে সকাল ১১ টায় শুরু হবে ম্যাচটি। সর্বশেষ ২০২১ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিল বাংলাদেশ। আড়াই বছরেরও বেশি সময় পর আজ ফের মুখোমুখি হচ্ছে দুই দল। এদিকে এই টেস্টেই ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করতে পারেন বাংলাদেশ দুই ক্রিকেটার।
পাকিস্তানের বিপক্ষে ২০০ উইকেটের মাইলফকল স্পর্শ করতে পারেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ১৯৫ উইকেট নিয়ে টেস্টে বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। এদিকে ব্যক্তিগত মাইলফলকের দিকে তাকিয়ে আছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১৫ হাজার রান করতে মুশফিকের দরকার আর মাত্র ৩২ রান।
দুই দলের মুখোমুখি লড়াইয়ে সব পরিসংখ্যানই পাকিস্তানের পক্ষে। ২০০১ সালের প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে লাল বলের ম্যাচ খেলেছিল টাইগাররা। সেটি ছিল এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। সেই টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। এই পর্যন্ত মোট ১৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে মাত্র ১টি ম্যাচে ড্র করতে পেরেছে বাংলাদেশ। বাকি ১২টি ম্যাচেই হারতে হয়েছে তাদের। সর্বশেষ ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজের দুটিতেই পরাজিত হয়েছে বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০