স্পোর্টস ডেস্কঃ এবারের ঈদ-উল-ফিতর সৌদি আরবে কাটাবেন সাকিব আল হাসান, সেই গুঞ্জনই চলছিল। সেখানে ওমরাহ করতে গিয়ে ঈদ করে আসবেন তিনি। তবে সেটা হচ্ছে না আপাতত। সাকিব ঈদ কাটাবেন নিজ গ্রামের বাড়ি মাগুরাতে।
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষে সাকিব চলে যান ভারতের মুম্বাইয়ে বিজ্ঞাপণী কাজে। যেখানে তাঁর সঙ্গী হয়েছিলেন দেশের আরও দুই তারকা তাসকিন আহমেদ ও সৌম্য সরকার। মুম্বাইয়ে কাজ শেষ করে সাকিব সরাসরি চলে যান দুবাইয়ে।
দুবাই থেকে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার ঢাকাতে আসেন। ঈদের আগে সৌজন্য সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। এরপর বিমানে যশোর হয়ে পৌঁছান মাগুরাতে। সেখানে নিজের মা-বাবার সাথেই এবার ঈদ পালন করবেন বাঁহাতি সুপারস্টার।
ঈদের আগে অবশ্য কিছু অবসর সময় পাচ্ছেন। আর সেই অবসর সময়ে বন্ধুদের সাথে নিয়ে ঘুরছেন সাকিব। বৃহস্পতিবার মাগুরার আম বাগানে ঘুরতে যান তিনি। সাকিবের সাথে ছিলেন এসময় আরও চার বন্ধু। সাকিব মোটরসাইকেলে বসে আছেন, বন্ধুদের সাথে নিয়ে এমন একটি সেলফি ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সাকিবের বন্ধু, ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিত্ব কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের মিডিয়া ম্যানেজার নয়ন খান সেই ছবি পোস্ট করেছেন। যেখানে তিনি সামনে থেকে সেলফি তুলছেন সাকিবসহ আরও চার বন্ধুকে নিয়ে। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মাগুরাতে আমের বাগানে আমাদের বন্ধুদের ঈদ…।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post