নিজস্ব প্রতিবেদকঃ এএফসি কাপে মালদ্বীপের ক্লাব মাজিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে বসুন্ধরা কিংস। দলটির দুই বিদেশি ফুটবলার শেষ সময়ে গোল করে দলকে জয় এনে দেন। সোমবার কিংস অ্যারেনায় ‘ডি’ গ্রুপের ম্যাচে মালদ্বীপের ক্লাবটি প্রথমার্ধে রেগান ওবেংয়ের গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ববুরবেক ইয়ালদাশেভের গোলে সমতায় আসার সাত মিনিট পর বসুন্ধরার হয়ে জয়সূচক গোলটি করেন মিগুয়েল ফেরেইরা।
পাঁচ ম্যাচ শেষে ৩টি জয় ও একটি ড্রতে ১০ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে রয়েছে বসুন্ধরা। সমান ম্যাচে মাত্র একটি জয়ে ৩ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে মাজিয়া। সেই একটি জয় এসেছিল বসুন্ধরা কিংসের বিপক্ষেই। মালদ্বীপের মালেতে প্রথম লেগের ম্যাচে মাজিয়ার কাছে ৩-১ গোলে হেরেছিল তারা। তবে আজকের হারে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে মালদ্বীপের ক্লাবটির।
ঘরের মাঠে বসুন্ধরা খেলার শুরুতে নিজেদের ভুলেই গোল হজম করে বসে। ম্যাচের ১০ মিনিটে তারিক কাজীর ব্যাক পাস ঠিকমতো নিতে পারেননি গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ। সুযোগ পেয়ে প্রতিপক্ষের ফরোয়ার্ড ভোজিস্লাভ বালাবানোভিচ বল দখল করেন। তার শট লক্ষ্যভ্রষ্ট হলেও দৌড়ে এসে জালে বল পাঠান রিগান ওবেং। প্রথমার্ধের এই গোলের কারণে কিছুটা ব্যাকফুটে চলে যায় বসুন্ধরা কিংস।
কিংস বাহিনী সমতায় ফেরে ৮০ মিনিটে। ফরোয়ার্ড ইয়ালদাশেভ সমতাসূচক গোলটি করেন। নির্ধারিত ৯০ মিনিটের আগে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল। শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি মাজিয়া। তাতে কাঙ্ক্ষিত জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post