নিজস্ব প্রতিবেদক:: জাতীয় চ্যাম্পিয়নশিপে তরুণ ব্যাটার মাজহারুল হক মাজেদের দুর্দান্ত ব্যাটিংয়ে পটুয়াখালীর বিপক্ষে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে সিলেট জেলা দল। এই জয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টায়ার একে উঠার আশা বেঁচে রইলো সিলেটের। আগামিকাল গ্রুপের শেষ ম্যাচে জামালপুর জিতলে সিলেট গ্রুপ চ্যাম্পিয়ন হবে।
সাতক্ষীরা স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৪৬ রান তুলতে সমর্থ হয়। জবাবে ব্যাট করতে নামা সিলেট মাজেদের ৮১ রানের ঝলমলে এক ইনিংসে মাত্র ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে।
১৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নামা সিলেট ইনিংসের অষ্টম ওভারের শেষ বলে হারায় প্রথম উইকেট। ওপেনার তাওফিকুল ইসলাম ৬রানে ফিরেন সাজঘরে। আরেক ওপেনার মিজানুর রহমানও দ্রুত প্যাভেলিয়নে ফেরেন। ৫৫ বলে ২৪ রান করেন তিনি।
তৃতীয় উইকেটে মাজেদ ও কামরুল অবিচ্ছন্ন জুটি গড়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। মাত্র ৬৭ বলে ৮১ রানের ঝড়ো ব্যাটিং করেন মাজেদ। নয়টি চার ও চারটি ছক্কা ছিলো তাঁর ইনিংসে। ৪২ বলে ২৮ রানে অপরাজিত থাকেন কামরুল।
পটুয়াখালীর হয়ে সাজান গাজী ২টি উইকেট লাভ করেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা পটুয়াখালী সিলেটের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৯.২ ওভারে মাত্র ১৪৬ রানেই গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন মাহিন। ৩৪ রান করেন আলম।২১ রান আসে সোহাগ গাজীর ব্যাট থেকে।
সিলেটের হয়ে কামরূল ৩টি, ইমরান ও অর্ক ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০
Discussion about this post