স্পোর্টস ডেস্ক:: মাঠ নিয়ে টানা হেঁচড়া হয়েছে বেশি। বিসিবি তাই জেলা ক্রীড়া সংস্থা অসহযোগিতা করছে জানিয়ে বগুড়ার শহীদ চান্দু আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সরিয়ে নিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদকে বুঝিয়ে দিয়েছে স্টেডিয়ামটি। দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি বগুড়ায় আর কোনো ম্যাচ আয়োজন করবে না। নিজেদের ভেন্যু তালিকা থেকে বাদ দিচ্ছে শহীদ চান্দু স্টেডিয়ামকে।
ইতিমধ্যে ক্রিকেট বোর্ড নিজেদের জনবল সরিয়ে নিচ্ছে। বিসিবির মালপত্রও ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজন জাতীয় ক্রীড়া পরিষদের সচিবকে একটি পত্র দিয়েছেন বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম বুঝে নেওয়ার জন্য।
চিঠিতে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা চিঠিতে ক্রীড়া পরিষদকে জানিয়েছেন, জেলা ক্রীড়া সংস্থার অসহযোগিতার কারণে তারা নিজেদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছেন। বগুড়া ভেন্যুর কর্মকর্তাদের অন্য ভেন্যুতে বদলী করা হয়েছে। এর জবাবে এদিনই বিসিবিতে জেলা ক্রীড়া সংস্থা থেকেও চিঠি দেওয়া হয়েছে।
জানা গেছে, মূলত স্থানীয় ক্রিকেট এবং বিসিবির ম্যাচ আয়োজন নিয়েই বিরোধ তৈরি হয়। জেলা ক্রীড়া সংস্থা লিগসহ নিজেদের ইভেন্ট আয়োজন করতে চায়। বিসিবিও পুরোটা সময় নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় ভেন্যু। মাঠ নিয়ে টানা হেঁচড়ার কারণেই শেষ পর্যন্ত বিসিবি সরে গেলো বগুড়া থেকে।
২০০৪সালে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক স্টেডিয়ামে উন্নিত করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদ ব্যয় করে ২১ কোটি টাকা। লাগানো হয় ফ্লাড লাইট, বসানো হয় গ্যালারির চেয়ার, উন্নত মানের ড্রেসিংরুমসহ নানা কাজ করা হয়। ২০০৬ সালের ৩০ জানুয়ারি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক ভেন্যুর স্বীকৃতি দেয়। মিলে টেস্ট ভেন্যুর স্বীকৃতি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post