স্পোর্টস ডেস্ক:: মাঠে ফিরেই চেনা রূপে লিওনেল মেসি। কোপার ফাইনালে চোট কাটিয়ে মায়মির হয়ে ফেরার ম্যাচে জোড়া গোল করেছেন তিনি। হয়েছেন ম্যাচ সেরাও। মেজর লিগে ভোরে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে মেসি জোড়া গোল করে দলকে জিতিয়েছেন।
৩-১ গোলের জয়ের ম্যাচে মেসি একাই করেছেন দু’টি গোল। হয়েছেন ম্যাচ সেরাও। এ নিয়ে টানা পঞ্চম জয় পেয়েছে ইন্টার মায়ামি। আর সর্বশেষ ১০ ম্যাচে ৯টিতেই জিতেছে ক্লাবটি। মেজর লিগ সকারে পয়েন্ট টেবিলের নিজেদের শীর্ষ স্থান আরও মজুবত করেছে মেসিদের দল। ২৮ ম্যাচে মিয়ামির পয়েন্ট এখন ৬২। এমএলএসে এই প্রথম কোনো দলের পয়েন্ট ৬০ ছাড়ালো।
ফ্লোরিডার ফোর্ট লডারডেলে হোমম্যাচে আজ মেসি ৪ মিনিটের ব্যবধানে গোল দুটি করেন। প্রথমটি ২৬ মিনিটে ও এরপর ৩০ মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি। এ নিয়ে ১৯ ম্যাচে ১৫ গোল করলেন মেসি। দুটি গোলেই তাকে অ্যাসিস্ট করেন জর্ডা আলবা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০