স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসিকে বরণ করে নিতে প্রস্তুুতির শেষ নেই মায়ামির। আর্জেন্টাইন ‘মহা-নায়ক’র অভিষেক জার্সি বিশেষ ভাবে তৈরি করছে মেজর লিগের ক্লাবটির। ২১ জুলাই অভিষেক ম্যাচে মেসি মাঠে নামবেন বিশেষ জার্সিতে।
বিখ্যাত কমিক বুক প্রকাশংক সংস্থা মার্ভেলের তৈরি বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি। ইন্টার মায়ামি এক টুইটে জানিয়েছে, অ্যাডিডাসের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করা হচ্ছে বিশে জার্সিটি।
আগামি ২১ জুলাই অভিষেক হবে মেসির। লিগ কাপের ম্যাচে মেক্সিকোর দল ক্রুজ আজুলের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। ওই ম্যাচ দিয়েই আমেরিকার ক্লাবটির জার্সিতে অভিষেক হবে তার।
মায়ামিতে যাওয়া চূড়ান্ত হলেও এখনো যাননি মেসি। ৩০ জুন পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে তার। এরপরই নতুন ক্লাবের সঙ্গে চুক্তি করবেন। জুলাইয়ের মাঝামাজিতে আমেরিকায় পাড়ি দেবেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, ২১ জুলাই মেসির অভিষেকের লিগ কাপের (লিগা এমএক্স এবং মেজর লিগ সকারের দলগুলোর লড়াই)ম্যাচটি ফ্লোরিডার ফোর্ট লডারডেলে অবস্থিত ড্রাইভ পিঙ্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আর্জেন্টাইন তারকা এই মূহুর্তে বিশ্রামে আছেন। জাতীয় দল থেকেও ছুটি নিয়েছেন। ক্লাব ফুটবলেও বিরতি চলছে। বিরতি শেষেই তিনি আগামি জুলাইয়ে যুক্তরাষ্ট্রে যাবেন। ইন্টার মিয়ামি বিশ্ব ফুটবলের এই মহা-তারকাকে বরণ করে নিতে বেশ প্রস্তুুতি নিচ্ছে। ক্লাবটি আশা করছে পয়েন্ট টেবিলের দূরাবস্থা দূর হবে বিশ্বকাপ জয়ী তারকার হাত ধরেই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post