নিজস্ব প্রতিবেদক:: অনুশীলন শুরু করলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স। সোমবার মিরপুরের হোম অব ক্রিকেটের একাডেমি মাঠে দুপুর ২টা থেক অনুশীলন শুরু করে স্ট্রাইকার্স শিবির।
সিলেটের ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ছিলেন না প্রথম দিনের অনুশীলনে। অধিনায়ককে ছাড়াই অনুশীলন করেছেন স্ট্রাইকার্সরা। মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, জাকির হাসান থেকে শুরু করে রেজাউর রহমান রাজা ছিলেন প্রথম দিনের অনুশীলনে।
স্ট্রাইকার্সের দেশি সব ক্রিকেটারই উপস্থিত ছিলেন, অধিনায়ক মাশরাফী বৃহস্পতিবার থেকে যোগ দেবেন দলের সাথে। এছাড়াও বিদেশীয় ক্রিকেটাররা আসতে শুরু করেছেন। ৪ জানুয়ারি বিকেএসপিতে প্রেকটিস ম্যাচ খেলবে ফ্র্যাঞ্চাইজিটি।
মাশরাফীকে ছাড়া দেশী-বিদেশী অন্যান্য ক্রিকেটাররা অংশ নেবেন প্রেকটিস ম্যাচে। আগামি ৬ জানুয়ারি সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচ দিয়েই শুরু হবে বিপিএল। দুপুর আড়াইটায় মাঠে গড়াবে উদ্বোধনী ম্যাচটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০00
Discussion about this post