স্পোর্টস ডেস্কঃ নারীদের ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশ দুই ক্রিকেটার। নভেম্বরের সেরার লড়াইয়ে তাদের সঙ্গে আছেন পাকিস্তানের সাদিয়া ইকবাল। পাকিস্তানের বিপক্ষে গত মাসে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্স করেন বাংলাদেশের ফারজানা হক ও নাহিদা আক্তার।
অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান নারী ক্রিকেট দল। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের ৭ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন ফারজানা। শেষ ওয়ানডেতে করেছেন ১১৩ বলে ৬২ রান। নভেম্বরে তিন ওয়ানডে খেলে ৩৬.৬৭ গড় ও ৪৬.৬৩ স্ট্রাইক রেটে করেন ১১০ রান। যা নভেম্বর মাসে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান।
সর্বোচ্চ ১১৩ রান করেন পাকিস্তানি নারী ক্রিকেটার সিদরা আমিন। আর নাহিদা ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ৭ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজসেরা। যা নভেম্বরে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট। শেষ ওয়ানডেতে ২৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। এদিকে পাকিস্তানের সাদিয়া বাংলাদেশের বিপক্ষে ১২.৫ গড়ে ৬ উইকেট নিয়ে মনোনয়ন পেয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post