নিজস্ব প্রতিবেদকঃ সিলেট টেস্ট জয়ের আরও কাছে পৌঁছে গেলো বাংলাদেশ। শনিবার পঞ্চম দিনের প্রথম সেশনেই ফিরলেন ড্যারিল মিচেল। নাঈম হাসানের বলে উড়িয়ে মারতে গিয়ে তাইজুল ইসলামের হাতে ক্যাচ দিলেন খানিক আগে ফিফটি হাঁকানো এই ব্যাটার।
এর আগে দিনের শুরুতেই পঞ্চাশ পূর্ণ করেন মিচেল। ৬ চারে ৯৯ বলে ক্যারিয়ারের নবম ফিফটিতে পৌঁছান তিনি। এরপর তাইজুলের দারুণ ক্যাচে বিদায়ঘণ্টা বাজে তাঁর। নাঈমের স্টাম্পের ওপর করা ডেলিভারি সুইপ করার চেষ্টায় ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দেন এই মিডল অর্ডার ব্যাটার। ৭ চারে ১২০ বল খেলে ৫৮ রান করে ফিরেন মিচেল।
এদিকে মিচেলের বিদায়ে জয়ের আরও কাছে পৌঁছে গেল বাংলাদেশ। ৫৯ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ১৩৪ রান। বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন আর ২ উইকেট। ক্রিজে এখন টিম সাউদি ও ইশ সোধি। এর আগে চতুর্থ দিনে মাত্র ১১৩ রান তুলতে ৭ উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post