নিজস্ব প্রতিবেদকঃ চলছে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। রোববার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে চলমান এই ড্রাফট থেকে একাধিক ক্রিকেটারকে দলে নিয়েছে গত আসরে ফাইনাল খেলা সিলেট স্ট্রাইকার্স। তবে দলটি রিটেইন করে নি গত আসরের ফাইনালে ফিফটি হাঁকানো মুশফিকুর রহিমকে। তাঁকে ড্রাফটের আগেই ছেড়ে দেয় সিলেট।
গত মৌসুমে সিলেট স্ট্রাইকার্সের হয়ে ১৫ ম্যাচ খেলে মুশফিক রান করেছিলেন ৩৫৭। এর আগেও সিলেটের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি। সিলেট রয়্যালস, সিলেট সুপারস্টার্স ও সিলেট স্ট্রাইকার্স- এই তিন ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে দেশ সেরা এই উইকেটকিপার ব্যাটার সিলেটকে প্রতিনিধিত্ব করেছেন। তবে এবার নতুন ঠিকানায় তিনি।
এদিকে চলমান ড্রাফট থেকে একাধিক তারকা ক্রিকেটার দলে নিয়েছে সিলেট। অফফর্মে থাকা মোহাম্মদ মিঠুন-ইয়াসির আলী রাব্বিরাও আছেন সিলেট ফ্র্যাঞ্চাইজির পছন্দের তালিকায়। ড্রাফটে প্রথম ডাকে তারা মিঠুনকে নেয়। দেশিদের মধ্যে ইতোমধ্যে সিলেট দলভুক্ত করেছে রেজাউর রহমান রাজা, ইয়াসির আলী রাব্বি ও আরিফুল হক।
অন্যদিকে সিলেট বিদেশীদের মধ্যে দলে নিয়েছে রায়ান বার্ল। জিম্বাবুইয়ান এই অলরাউন্ডার গত আসরেও সিলেটের জার্সিতে খেলেছিলেন। এছাড়া আছেন বেন কাটিং, জর্জ স্ক্রিমশো ও হ্যারি টেকটর।
সিলেট স্ট্রাইকার্স-
রিটেইন- মাশরাফী বিন মোর্ত্তজা, জাকির হাসান ও তানজিম হাসান সাকিব।
ডিরেক্ট সাইনিং- নাজমুল হোসেন শান্ত, রায়ান বার্ল, হ্যারি টেক্টর।
ড্রাফট থেকে- রেজাউর রহমান রাজা, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী চৌধুরি……
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post