নিজস্ব প্রতিবেদক:: শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের শনির দশা যেনো কাটছেই না। রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি তিন ম্যাচ খেলেও জয়হীন। ঢাকা ক্যাপিটালসকে ২০ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার। সেঞ্চুরি করেও থিসারা পেরে জেতাতে পারেননি দলকে। সপ্তম উইকেটে তার ১১২ রানের জুটিটি বৃথা গেছে।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার আগে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের সম্মিলিত প্রচেষ্টায় ১৭৩ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা মিরাজের দারুণ বোলিংয়ে ১৫৩ রান তুলতে পেরেছে।
টস হেরে ব্যাট করতে নামা খুলনা ক্যাপিটালস উদ্বোধনী জুটিতেই আদায় করে ৪৯ রান। তাদের ইনিংসে এটিই সর্বোচ্চ রানের জুটি। ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলে ব্যক্তিগহত ৩০ রানে ওপেনার নাঈমের বিদায়ে ভাঙে উপেনিং জুটি। ১৭ বলে সাত বাউন্ডারিতে নিজের ইনিংসটি সাজান এই ওপেনার। তিনে নামা আফিফ হোসেন মাত্র এক রান করেই দলীয় ৫০ রানে ষষ্ট ওভারের প্রথম বলে প্যাভেলিয়নের পথ ধরেন।
এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে খুলনা। সপ্তম উইকেটে জিয়াউর রহমান ও মাহিদুল ইসলাম অঙ্কন ৪৩ রানের জুটি গড়েন। নবম উইকেটে নাসুম ও আবু হায়দার ২৯ রানের জুটি গড়ে নির্ধারিত ওভারে আট উইকেটে ১৭৩ রান তুলেন স্কোর বোর্ডে। ২৬ রান করেন ওপেনার উইলিয়াম। ৩২ রান করেন অঙ্কন। ২২ রান আসে জিয়াউর রহমানের ব্যাট থেকে। ২১ রানে আবু হায়দার রনি ও ৯ রানে নাসুম অপরাজিত থাকেন।
ঢাকার হয়ে চাতুরাঙ্গা ডি সিলভা দু’টি উইকেট লাভ করেন।
১৭৪ রানের টার্গেটে খেলতে নামা ঢাকা থিসারা পেরেরার সেঞ্চুরির পরও জিততে পারেনি। সপ্তম উইকেটে চাতুরাঙ্গা ডি সিলভাকে নিয়ে ১১২ রানের জুটি গড়েও দলকে জেতাতে পারেননি থিসারা। সেঞ্চুরির ইনিংসের পরও ঢাকা ক্যাপিটালসকে থামতে হয়েছে ছয় উইকেটে ১৫৩ রানে।
চ্যালেঞ্জিং লক্ষ্যে খেলতে নামা ঢাকার শুরুটা হয় খুবই হতাশা জনক। লিটন, তানজীদ তামিম, শাহাদত ও স্টিফেন ব্যর্থতায় মাত্র ৪১ রানেই ছয় উইকেট হারিয়ে ফেলে দলটি। দলীয় ১৭ রানে ওপেনার লিটন দাস ফিরেন প্যাভেলিয়নে। করেন মাত্র দুই রান। তার বিদায়ে তিনে নামা স্টিফেন ডাক মেরে ফিরেন সাজঘরে। দলীয় ২৫ রানে ওপেনার তানজীদ তামিম ব্যক্তিগত ১৯ রানে তৃতীয় উইকেটে প্যাভেলিয়নের পথ ধরেন।
প্রথম জয়ের খুঁজে থাকা ঢাকা ২৫ রানে তৃতীয় উইকেট হারানোর পর চতুর্থ উইকেট হারায় ২৬ রানেই। এবার আট বলে ৩ রানে প্যাভেলিয়নে ফেরেন শাহাদত হোসেন। দলীয় ৪০ রানে পঞ্চম উইকেট হারায় দলটি। ৬ রানে ফেরেন সোবাম সানজানি। এরপর এক রান যোগ করতেই দলীয় ৪১ রানে ষষ্ট উইকেটে বিদায় নেন আবু আলা উদ্দিন বাবু। তিন বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।
ব্যাটিং বিপর্যয়ে পড়া ঢাকার হয়ে সপ্তম উইকটে হাল ধরেন অধিনায়ক থিসারা পেরেরা ও চাতুরাঙ্গা ডি সিলভা। দু’জনের অপরাজিত ১১২ রানের জুটিও জেতাতে পারেনি দলকে। শত রানের ইনিংস খেলেও হার নিয়ে মাঠ ছাড়েন পেরেরা। সাতটি ছক্কা ও নয়টি চারে ৬০ বলে ১০৩ রানের দারুণ ইনিংস খেলে অপরাজিত থাকেন পেরেরা। ২০ বল ১১ রানে অপরাজিত থাকেন ডি সিলভা।
খুলনার হয়ে মিরাজ চার ওভারে ৬ রানে তিনটি ও আবু হায়দার দু’টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০