স্পোর্টস ডেস্কঃ আইপিএলে টানা দ্বিতীয় ফাইনাল নিশ্চিত করল গুজরাট টাইটান্স। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সকে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। আহমেদাবাদে রোহিত শর্মাদের ৬২ রানে হারিয়েছে গুজরাট। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৩ রান করে হার্দিক পান্ডিয়ার দল। জবাবে ১৮.২ ওভারে ১৭১ রান তুলতেই গুটিয়ে যায় মুম্বাইয়ের ইনিংস।
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৬০ বলে ১২৯ রানের ইনিংস খেলে গুজরাটের জয়ের নায়কদের একজন শুভমান গিল। ১০ ছক্কা ও ৭ চারে গড়া তার ইনিংসটি। আসরে এই ওপেনারের এটি তৃতীয় সেঞ্চুরি। পরে বল হাতে আলো ছড়ান গুজরাটের পেসার মোহিত শর্মা। ৫ উইকেট নেন স্রেফ ১০ রান দিয়ে। আগামী রোববার ঘরের মাঠে গুজরাটের প্রতিপক্ষ চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।
৪টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন গিল। চলতি আইপিএলে এটি তাঁর তৃতীয় সেঞ্চুরি। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ১৩ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন। মারেন ২টি চার ও ২টি ছক্কা। ১টি বাউন্ডারির সাহায্যে ২ বলে ৫ রান করে অপরাজিত থাকেন রশিদ খান। এর আগে ঋদ্ধিমান সাহার সাথে ৫৪ রানের জুটি গড়েন গিল। ১৬ বলে ১৮ রান করে সাহা বিদায় নিলে ভাঙে এই জুটি। এরপর সাই সুদর্শনের সাথে রেকর্ড জুটি গড়েন গিল।
শেষ পর্যন্ত সেঞ্চুরি হাঁকিয়ে ফিরেন গিল। ৬০ বলে ১০ ছক্কা ও ৭ চারে ১২৯ রানের এই ইনিংস সাজান তিনি। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে চার ইনিংসের মধ্যে তিনটি সেঞ্চুরির কীর্তি গড়লেন গিল। প্রথমজন অস্ট্রেলিয়ার মাইকেল ক্লিঙ্গার। গত ম্যাচে ৫ রানে ৫ উইকেট নেওয়া আকাশ মাধওয়াল আজ ৪ ওভারে খরচ করেছেন ৫২ রান।
২৩৩ রানের জবাবে ব্যাট করতে নেমে নেহাল ওয়াধেরা ও রোহিত শর্মাকে শুরুতেই হারায় মুম্বাই। আহত হওয়ায় ক্যামেরন গ্রিন এদিন ঠিকমতো ব্যাট করতে পারেন নি। পাঁচ নম্বরে নেমে ঝড় তোলেন তিলক ভার্মা। তাঁর ১৪ বলে ৪৩ রানের ইনিংস থামিয়ে দেন রশিদ খান। গ্রিন পরে আবার ব্যাটিংয়ে নামলেও ইনিংস বড় করতে পারেননি। ২০ বলে ৩০ রান করেন তিনি। সূর্যকুমার যাদব ফিফটি তুলে নেন তিনি ৩৩ বলে।
৩৮ বলে ৬১ রান করে মোহিত শর্মার বলে সূর্যকুমার বোল্ড হলে ম্যাচ থেকে ছিটকে যায় রোহিত শর্মার দল। এরপর টিম ডেভিড, ক্রিস জর্ডানরা দ্রুতই বিদায় নিলে ১৭১ রানে অল আউট হয় মুম্বাই। গুজরাটের হয়ে একাই ৫ উইকেট নিয়েছেন মোহিত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post