স্পোর্টস ডেস্ক:: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে উইকেটহীন রাত কাটিয়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশী কাটার মাস্টারের উইকেট শুন্য ম্যাচে জিততে পারেনি চেন্নাইও। পাঞ্জাব কিংস সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ঋতুরাজ-মহেন্দ্র সিং ধোনীদের দলকে।
আগে ব্যাট করা চেন্নাই সুপার কিংস ৭ উইকেটে ১৬২ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা পাঞ্জাস কিংস মাত্র তিন উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।
টস হেরে ব্যাট করতে নামা চেন্নাই সুপার কিংস অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াডের হাফ সেঞ্চুরিতে সাত উইকেটে ১৬২ রানে থামে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৬২ রান করেন ঋতুরাজ। ২৯ রান করেন ওপেনার অজিস্কা রাহানে। ২১ রান করেন সিমার রিজভী।
পাঞ্জাবের হয়ে হারপ্রীতবারার ও রাহুল চাহার ২টি করে উইকেট লাভ করেন।
১৬৩ রানের টার্গেটে ব্যাট করতে নামা পাঞ্জাস প্রথম তিন ব্যাটারকে হারিয়ে ১৭.৫ ওভা্রে জয় তুলে নেয়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার জনি বেয়ারস্টো। ৪৩ রান করেন রাইলী রুশো। ২৫ রানে শশাঙ্ক সিং ও ২৬ রানে অধিনায়ক স্যাম কারান অপরাজিত থাকেন।
চেন্নাইয়ের হয়ে শার্দুর ঠাকুর ও শিবম দুবেরা ১টি করে উইকেট লাভ করেন। মুস্তাফিজুর রহমান ৪ ওভারে এক মেডেনে ২২ রান খরচ করেও পাননি উইকেটের দেখা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post