স্পোর্টস ডেস্কঃ এশিয়ান গেমসের নারীদের ক্রিকেট ইভেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বিসমাহ মারুফ। নিজের শিশু কন্যাকে নিয়ে যেতে পারবেন না বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক। আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এশিয়ান গেমসের দলীয় ইভেন্টে খেলোয়াড়, কোচ, ম্যানেজারসহ নির্দিষ্ট সংখ্যক মানুষ নেওয়া যায়। যেটা ঠিক করে দেয় কর্তৃপক্ষ। অতিরিক্ত কাউকেই সেখানে নেওয়ার নিয়ম নেই। এমনকি শিশু সন্তানও নয়। যার জন্য নিজের সন্তানকে নিয়ে যেতে পারবেন না বিসমাহ মারুফ।
মেয়েকে ছাড়া খেলতে যাবেন না বিসমাহও। আর সেজন্য এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্টে পাকিস্তান দল থেকে নাম প্রত্যাহার করেছেন তিনি। তার পরিবর্তে এখন পাকিস্তান নারী দলকে নেতৃত্ব দেবেন নিদা দার।
নিদার নেতৃত্বে ১৫ সদস্যের নারী দল ঘোষণা করেছে পিসিবি। এশিয়ান গেমস দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আনোশা নাসির ও শাওয়াল জুলফিকার। আঙ্গুলের ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন ডায়ানা বাইগও।
বিসমাহ মারুফের না খেলা প্রসঙ্গে পিসিবির নারী উইংয়ের প্রধান তানিয়া মালিক বলেন, ‘খুবই দুর্ভাগ্যজনকভাবে এশিয়ান গেমসে আমরা বিসমাহকে পাচ্ছি না। মেয়েকে নিয়ে সে গেমস ভিলেজে যেতে পারবে না। একারণেই এশিয়ান গেমসে যাবে না সে।’
এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের পাকিস্তান নারী দল
নিদা দার (অধিনায়ক), আলিয়া রিয়াজ, আনোশা নাসির, ডায়ানা বাইগ, ফাতিমা সানা, মুনিবা আলি, নাজিহা আলভি, নাশরা সন্ধু, নাতালিয়া পারভেজ, ওমাইমা সোহেইল, সাদাফ শামস, শাওয়াল জুলফিকার, সিদরা আমিন, সায়েদা আরুব শাহ এবং উম-ই-হানি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post