স্পোর্টস ডেস্ক:: আবারো দেখা যাবে মেসি-রোনালদোর দ্বৈরথ। পর্তুগিজ ফুটবল রাজা সৌদী আরবের ক্লাব নাসেরে যোগ দেওয়ার পরই সমর্থকেরা হতাশ হন আর কখনো মেসি, নেইমার-রোনালদো লড়াই না দেখতে পারার হতাশায়। তবে তাদেরকে সুখবর দিলো সৌদী সরকার।
পিএসজির বিপক্ষে রিয়াদে সৌদী আরব একটি প্রীতি ম্যাচের আয়োজন করেছে। সৌদী অল-স্টার একাদশ খেলবে পিএসজির ম্যাচে। বৃহস্পতিবার অনুষ্টিত হতে যাওয়া ম্যাচটিতে সৌদীর ফুটবলে থাকা তারকারা অংশ নেবেন। সেই দলকে নেতৃত্ব দেবেন ক্রিস্টিয়ানো রোনালদো।
সৌদী আরবের এন্টারটেইনমেন্ট বিভাগের প্রধান তুর্কি আল শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। সৌদী ফুটবলের সেরা দুই ক্লাব আল নাসের ও আল হিলালের খেলোয়াড়দের সমন্বয়ে গড়া হবে সৌদী আরবের অল স্টার একাদশ।
তুর্কি আল শেখ রোনালদোকে অধিনায়ক করার বিষয়টি নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে। পোস্ট করা ভিডিওতে দেখা যায়, রোনালদো অধিনায়কের বাহুবন্ধনী গ্রহণ করছেন।
বিশ্বকাপ চলাকালেই ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দেয় রোনালদোকে। পর্তুগিজ ফুটবল তারকা আড়াই বছরের চুক্তি করেন সৌদীর ক্লাব আল নাসেরের সাথে। ২০০ মিলিয়ন ইউরোতে এশিয়ায় পাড়ি দিয়েছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০
Discussion about this post