স্পোর্টস ডেস্কঃ প্রীতি ম্যাচের আড়ালে প্রতিদ্বন্দ্বিতাও হলো বেশ। বৃহস্পতিবার রাতের ম্যাচে গোলের দেখা পেলেন লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদো-কিলিয়ান এমবাপেরা। ৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে শেষ হাসি হেসেছে পিএসছি। দ্বিতীয়ার্ধ ১০ জন নিয়ে খেলেও পিএসজি ৫-৪ গোলে হারিয়েছে রিয়াদ অলস্টার একাদশকে।
পিএসজির হয়ে একটি করে গোল করেন মেসি, এমবাপে, সার্জিও রামোস, মার্কিনিয়োস ও উগো একিতিকে। পেনাল্টি মিস করে স্কোরশিটে নাম তোলার সুযোগ হারান নেইমার। অন্যদিকে রিয়াল অলস্টারকে জোড়া গোল উপহার দেন রোনালদো। এই ম্যাচ দিয়েই সৌদি আরবের ফুটবলে অভিষেক হলো পর্তুগিজ এই তারকার। যদিও সৌদির ক্লাব আল নাসেরের হয়ে এখনো মাঠে নামা হয় নি তাঁর।
গোলবন্যার শুরুটা করেন লিওনেল মেসি। ম্যাচের তৃতীয় মিনিটে নেইমারের পাসে পিএসজিকে লিড এনে দেন মেসি। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান রোনালদো। এর পাঁচ মিনিটের মাথায় বার্নাট লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় পিএসজি। ১০ জনের দল হওয়ার পরও আক্রমণের ধার কমেনি পিএসজির। ৪৩ মিনিটে পিএসজিকে ফের এগিয়ে নেন অধিনায়ক মার্কুইনহোস। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পেনাল্টি পায় পিএসজি। কিন্তু নেইমার সুযোগ কাজে লাগাতে পারেননি। এর কিছুক্ষণ পরই আরও এক গোল করে সমতা ফেরান রোনালদো। ফলে ২-২ গোলের সমতায় থেকে প্রথমার্ধের বিরতিতে যায় দুই দল।
ম্যাচের ৫৩ মিনিটে এমবাপের বাড়ানো বলে গোল করেন রামোস। ৫৬ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার গঞ্জালো মার্টিনেজের বাড়ানো বলে রোনালদোদের সমতায় ফেরান জ্যাং হুয়ান সো। চার মিনিট পর আবারও পেনাল্টি পায় পিএসজি। এবার গোল আদায় করে নেন এমবাপে। ফরাসি ক্লাবটি ৪-৩ গোলে এগিয়ে গেলে তুলে নেয়া হয় রোনালদো, মেসি, নেইমার, এমবাপে ও নাভাসদের। ৭৮ মিনিটে স্কোরলাইন ৫-৩ করেন বদলি নামা একিতিকে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দূর থেকে নেওয়া শটে ব্যবধান কমান অ্যান্ডারসন তালিস্কা। তাতে ৫-৪ গোলে জয় পায় পিএসজি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post