স্পোর্টস ডেস্ক:: এশিয়ায় অবস্থান করছে বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তাকে এক নজর দেখার জন্য নির্ঘুম রাত কাটাচ্ছেন ভক্ত-সমর্থকেরা। বেইজিং কাঁপছে মেসির ঝড়ে।
ব্যক্তিগত বিমানে চড়ে ১০ জুন মেসি বেইজিংয়ে পৌঁছান। তাকে এক নজর দেখার জন্য বিমানবন্দরের বাইরে ছিলেন হাজারো মানুষ। তবে নিরাপত্তাকর্মীরা ‘কঠোর’ নিরাপত্তার মধ্য দিয়ে তাকে টিম হোটেলে নিয়ে যান। বাইরে দাঁড়িয়ে থাকেন তার ভক্তরা। সমর্থকদের ভীড়ের জন্য অনুশীলনেও যেতে পারেনি আর্জেন্টিনা। প্রথম দিনের অনুশীলন তাই বাতিলই করতে হয়।
টিম হোটেল থেকে ওয়ার্কার্স স্টেডিয়ামে যাতায়াতের পথ পুরোটাই মেসি ভক্তদের দখলে। প্রিয় তারকাকে এক নজর দেখার জন্য নির্ঘুত রাত কাটাচ্ছেন তারা। অনুশীলনের সময় স্টেডিয়ামের বাইরে অপেক্ষা করছেন হাজারো ভক্ত। টিকিটের জন্য রীতিমতো হাহাকার চলছে বেইজিংয়ে।
আগামি ১৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের পর প্রথমবার এশিয়া সফরে আসছে দলটি। চীন ছাড়াও অন্যান্য দেশ থেকেও ছুটে গেছেন সমর্থকেরা। সবারই চাওয়া একটি বার প্রিয় তারকাকে স্বচক্ষে দেখা।
বিশ্ব ফুটবলের বড় এই তারকাকে বরণ করে নিতে কোনো কার্পণ্য করেনি বেইজিং। বিমানবন্দর থেকে টিম হোটেল, স্টেডিয়ামের যাতায়াত পথ পুরোটাই মেসিময়। বিশ্বকাপ জয়ী তারকার ছবিতে, ব্যানারে যেনো ঢেকে গেছে বেইজিং। তাকে এক নজর দেখার জন্য রাত থেকেই লানেই দাঁড়াচ্ছেন সমর্থকেরা। কারো ইচ্ছে পূরণ হচ্ছে, কেউবা হতাশ হয়ে বাড়ি ফিরছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post