স্পোর্টস ডেস্কঃ যুক্তরাষ্ট্র সফরে দুই প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে না লিওনেল মেসিকে। ডান পায়ে হালকা হ্যামস্ট্রিংয়ের চোট থাকায় তাকে খেলানোর ঝুঁকি নিচ্ছেন না কোচ লিওনেল স্ক্যালোনি। তাই দলের সঙ্গে থাকলেও ম্যাচ খেলা হবে না ৩৬ বছর বয়সী মহাতারকার। একই অবস্থা লিসান্দ্রো মার্টিনেজেরও। গোড়ালির লিগামেন্টের ইনজুরিতে ভোগা ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডারও দলের সঙ্গে হালকা অনুশীলন করলেও ম্যাচ খেলবেন না।
গত বুধবার কনক্যাকাফ চ্যাম্পিয়নশিপে ইন্টার মায়ামির হয়ে ন্যাশভিল এসসির বিপক্ষে ম্যাচের ৫০তম মিনিটে মাঠ ছাড়েন মেসি। ম্যাচের পর মায়ামি কোচ জেরার্দো মার্তিনো জানিয়েছিলেন, আর্জেন্টাইন তারকার হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে। পরে গত শনিবার মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডের বিপক্ষে মায়ামির ম্যাচে খেলতে পারেননি তিনি। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন তাদের এক্স অ্যাকাউন্টে জানায়, ওই চোটের কারণেই এল সালভাদর ও কোস্টা রিকার বিপক্ষে ম্যাচ দুটিতে থাকছেন না মেসি। এই চোটকে অবশ্য ‘মাইনর’ বলেই উল্লেখ করেছে তারা।
শুক্রবার ফিলাডেলফিয়ায় এল সালভাদরের সঙ্গে খেলবে আর্জেন্টিনা, চার দিন পর লস অ্যাঞ্জেলসে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কোস্টা রিকা। কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে মূলত ম্যাচ দুটি খেলবে লিওনেল স্কালোনির দল। চোটের কারণে এই দুই ম্যাচ থেকে আগেই ছিটকে গেছেন ফরোয়ার্ড পাউলো দিবালা, মিডফিল্ডার এক্সেকিয়েল পালাসিওস ও ডিফেন্ডার মার্কোস সেনেসি। এদিকে মাংসপেশীর ইনজুরির কারণে ছিটকে গেছেন বুন্দেসলিগার দল বেয়ার লেভারকুসেনের মিডফিল্ডার এজেকুয়েল প্যালাসিওস। ফেইবুর্গের বিপক্ষে শেষ ম্যাচে মাংসপেশীর ইনজুরিতে পড়ে এই বিশ্বকাপজয়ী যুক্তরাষ্ট্র সফরের দল থেকে বাদ পড়েছেন। প্যালাসিওসের জায়গায় শেষ মুহূর্তে রিয়াল বেতিসের মিডফিল্ডার গুইডো রদ্রিগেজকে দলে ডেকেছেন স্ক্যালনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post