স্পোর্টস ডেস্ক:: লিওনেল মেসির দর্দান্ত গোলে এগিয়ে যাওয়া ইন্টার মায়ামি লিগ কাপে চ্যাম্পিয়ন হয়েছে। পিছিয়ে পড়া ন্যাশভিল ম্যাচে ফিরলেও ম্যারাথন টাইব্রেকারে হার মেনেছে মায়ামির কাছে।
১-১ গোলে সমতায় থাকা ম্যাচে ম্যারাথন টাইব্রেকারে মায়ামি জিতেছে ৯-১০ ব্যবধানে। রোমাঞ্চকর ফাইনালে ন্যাশভিল লড়াই করেছে শেষ পর্যন্ত। পিছিয়ে পড়েও ম্যাচে ফিরেছে। তবে দুর্দান্ত মেসিদের কাছে হেরেছে তারা।
ম্যাচের প্রথমার্ধেই মেসির গোলে লিড নেয় মায়ামি। ২৩তম মিনিটে বিশ্বকাপজয়ী অধিনায়কের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় যুক্তরাষ্ট্রের ক্লাবটি। প্রথমার্ধে ন্যাশভিল আর ম্যাচে ফিরতে পারেনি। মায়ামি ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।
বিরতির পর ন্যাশভিল ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে। দ্রুত সাফল্যও পায় দলটি। ৫৭তম মিনিটে ফাকা ভিকোলেটের গোলে সমতায় ফেরে দলটি। ১-১ গোলে ‘ড্র’ থাকা ম্যাচে দুই দল নির্ধারিত সময়ে আর ব্যবধান বাড়াতে পারেনি।
ম্যারাথন টাইব্রেকারে মেসিরা ৯-১০ ব্যবধানে লিগস কাপের শিরোপা জিতে। মায়ামিতে যোগ দিয়েই শিরোপার দেখা পেলেন পিএসজি ছেড়ে যাওয়া এই তারকা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post