স্পোর্টস ডেস্ক:: প্যারাগুয়ের কাছে হারের পর এমনিতেই দলের অবস্থা ভালো নয়। তার ওপর হেরে যাওয়া ম্যাচ চোট বাড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা দলের। দু’জন তারকা বাদ পড়ে গেছেন দল থেকে যারা বিশ্বকাপ বাছাইয়ে পেরুর বিপক্ষে খেলত পারবেন না। বছরের শেষ ম্যাচের জন্য তাই লিওনের স্কালোনি জরুরি তলব করেছেন অ্যাতলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের ছেলে আর্জেন্টিনার স্ট্রাইকার গিলিয়ানো সিমিওনকে।
ফিফা বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে (কনমেবল) পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বুধবার সকালে লিওনেল স্কালোনির দল ম্যাচটি খেলতে নামবে। বিদায়ি বছরে এটিই আর্জেন্টিনার শেষ ম্যাচ। এই ম্যাচে দুই ডিফেন্ডার নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরোকে পাবেন না স্কালোনি।
টিওয়াসি স্পোর্টস তাদের প্রতিবেদনে জানিয়েছেন, ডান ঊরুর চোটে ভুগছেন মোলিনা। গত পরশু প্যারাগুয়ে বিপক্ষে মাঠ নামলেও পুরো ম্যাচ তিনি খেলতে পারেননি। গনজালো মন্তিয়েলকে বদলি নামাতে হয়েছিলো আর্জেন্টিনাকে। মোলিনা যে পেরুর বিপক্ষে খেলতে পারবেন না সেটি নিশ্চিত করা হয়েছে। তার বদলী হিসিবে জরুরি ভিত্তিতে দলে ডাকা হয়েছে গিলিয়ানো সিমিওনকে। প্যারিস অলিম্পিকে মরক্কোর বিপক্ষে আর্জেন্টিনার একমাত্র গোলটি করে ছিলেন অ্যাতলেটিকো মাদ্রিদের কোচের ছেলে গিলিয়ানো।
আর্জেন্টিনা দল পেরুর বিপক্ষে পাবে না রোমেরোকে। ইংলিশ ক্লাব টটেনহামে খেলা এই তারকা আগ থেকেই চোটে আছেন। হেরে যাওয়া ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিলেন ব্যথানাশক ইনজেকশন নিয়ে। এরপর পায়ের অবস্থা আরো খারাপ হয়েছে। এরই মধ্যে দল ছেড়ে ইংল্যান্ডেও চলে গেছে রোমেরো।
ফিফা বিশ্বকাপ বাছাইয়ে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। ১০ দলের মধ্যে দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের পয়েন্ট ১৯। কলম্বিয়া ১৯ পয়েন্ট নিয়ে তিন এবং ব্রাজিল ১৭ পয়েন্ট নিয়ে চারে আছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০