স্পোর্টস ডেস্কঃ সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি এখন ইন্টার মায়ারমির। মেজর লিগ সকারের দলটির হয়ে ইতোমধ্যে অভিষেক হয়ে গেছে আর্জেন্টাইন মহাতারকার। দুই ম্যাচ খেলে ৩ গোল করেছেন সাবেক বার্সা ফরোয়ার্ড। কাতালানদের জার্সিতে দুই দশকের অবিশ্বাস্য অধ্যায়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ, ১১টি লা লিগাসহ অনেক অনেক ট্রফি জিতেছেন মেসি।
স্প্যানিশ ক্লাব ছেড়ে ২০২১ সালে মেসি পাড়ি জমান পিএসজিতে। সেখানে দুই মৌসুম কাটিয়ে পুরনো ঢেরায় ফেরার খুব কাছাকাছি ছিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু সেটি হয় নি। নানা কারণে বার্সা মেসিকে নিজেদের ঘরে ফেরাতে পারেনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা ভিন্ন এক দাবি করে বসলেন। তিনি জানান, মেসির চাওয়া ছিল ভিন্ন।
মায়ামিকে বেছে নেওয়ার ঘোষণা দেওয়ার সময় মেসি বলেছিলেন, বার্সেলোনার কাছ থেকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাননি। এই বিষয়ে বার্সা সভাপতি বলেন, ‘সে ইন্টার মায়ামিতে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। আমরা তাকে সম্মান করি। উদ্ভূত পরিস্থিতির কারণে সে আমাদেরকে বলেছিল যে এটাই তার জন্য সর্বোত্তম সিদ্ধান্ত হবে। এছাড়া, মায়ামি ও যুক্তরাষ্ট্রের ফুটবলের জন্য সে অনেক কিছু নিয়ে আসতে পারে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post