স্পোর্টস ডেস্কত:: লিওনেল মেসি কোথায় যাচ্ছেন সেটি নিশ্চিত নয় কেউ। তার বাবা ও এজেন্ট হোর্হে মেসি। বিশ্বকাপ জয়ী অধিনায়কের এজেন্ট হিসেবে কাজ করেন বাবা হোর্হে মেসি নিজেই।
তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন, তার ছেলে বার্সেলোনাতেই ফিরতে চান। যদিও তার সৌদীর আল হিলালে যাওয়া অনেকটাই নিশ্চিত। এরই মধ্যে মেসির বার্সা ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তেড়ে গিয়ে মোবাইল ফোন কেড়ে নিয়ে আলোচনায় এসেছেন বার্সার সভাপতি লাপোর্তা।
আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার লাপোর্তাকে মেসির ফেরা নিয়ে প্রশ্ন করার পর এক সাংবাদিকের ওপর চড়াও হন তিনি। প্রশ্নের উত্তর রেকর্ড করার জন্য সাংবাদিক মোবাইল ফোন বের করলে সেই মোবাইল নিজের পকেটে রেখে দেন বার্সা সভাপতি। এরপর তিনি বলেন, ‘মেসিকে ফেরানো কঠিন কি না, সেটা আপনি দেখবেন।’
যদিও বার্সা সভাপতি লাপোর্তা ঘটনাস্থল ত্যাগ করার আগে ওই সাংবাদিকের ফোন ফেরত দিয়েছেন। এর একদিন পর মেসির বাবা হোর্হে মেসির বক্তব্যে নতুন করে আলোচনায় এই মহাতারকার দল বদলের খবর।
সোমবার বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সাথে দেখা করতে তার বাড়িতে যান হোর্হে মেসি। সেখানে দুজনের মধ্যকার আলোচনা হয় বেশকিছু। এরপর বেরিয়ে এসে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে জানান, মেসি বার্সেলোনায় ফিরতে চায় আবারও। তিনি নিজেও এমনটা চান। খুব শীঘ্রই এই ব্যাপারে জানাতে পারবেন বলে মনে করেন তিনি।
হোর্হে মেসি বলেন, ‘লিও (মেসি) বার্সেলোনায় ফিরতে চায় এবং আমি তাকে বার্সেলোনায় ফিরে দেখতে চাই। আমি বলতে পারি যে আমরা আত্মবিশ্বাসী, বার্সেলোনা অবশ্যই একটি অপশন। আপনি শীঘ্রই ভবিষ্যত জানতে পারবেন।’
মেসির বার্সেলোনায় ফিরতে বড় বাঁধা লা লিগার আর্থিক নীতি। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, সেই জায়গায় লা লিগা থেকে ছাড়পত্র পেয়ে গেছে কাতালান ক্লাবটি। সবুজ সংকেত পাওয়ার পরই নাকি দুই পক্ষের বৈঠক হয়েছে। শেষ পর্যন্ত মেসি বার্সেলোনায় ফিরেন না কি অন্য জায়গায় যান, সেটিই দেখার পালা এখন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post