স্পোর্টস ডেস্কঃ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ দল। নেপিয়ারে প্রথমবার কিউইদের তাদের ঘরের মাঠে হারিয়ে ইতিহাস গড়েছে টাইগাররা। ৫ উইকেটের সেই জয় অবশ্য দাপটের সহিত খেলেই পেয়েছে বাংলাদেশ।
তবুও বাংলাদেশের ব্যাটিং ইনিংসে স্বাগতিকরা খানিক চেপে ধরেছিল। বিশেষ করে শেষদিকে পরপর উইকেট হারানোতে চাপে পড়ে বাংলাদেশ। তবে সেখান থেকে শেখ মেহেদী ও লিটন দাসের ২৫ বলে ৪০ রানের দারুণ এক জুটিতে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
লিটন ৩৬ বলে ২ চার ও ১ ছক্কায় ৪২ রান করে অপরাজিত ছিলেন। আর শেখ মেহেদী ১৬ বলে ১টি করে ছয় ও চারের মারে ১৯ রানে অপরাজিত ছিলেন। দুজনে শেষ দিকে দৃঢ়চেতা ব্যাটিং করেছেন। চাপ সামলে দলকে এনে দিয়েছেন ইতিহাস গড়া জয়। ম্যাচ শেষে এই জয়ে লিটনের সাথে জুটি নিয়ে কথা বলেছেন মেহেদী।
শেখ মেহেদী বলেন, ‘যেহেতু লিটন লম্বা সময় ধরে ব্যাটিং করছিল, ওর আসলে উইকেট ও ম্যাচ সম্পর্কে ভালো ধারণা হয়ে গেছে। হয়তো এই ম্যাচটা জিততে হলে আরও ছোট একটা জুটি হলে দলের জন্য ভালো।’
‘আমাদের ভালো জুটি হচ্ছিল, কিন্তু মাঝে ২/৩টা ব্রেক থ্রু চলে গেছে। ওখান থেকে লিটন বলছিল, ইতিবাচক থাকতে। শুধু নরমালি…যা হবে শেষ দুই ওভারে দেখা যাবে। শুধু এভাবে কথা বলে আমরা খেলছিলাম।’ যোগ করেন মেহেদী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post