স্পোর্টস ডেস্ক:: মিশরের তারকা মোহাম্মদ সালাহ’র জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরে শীর্ষে উঠেছে লিভারপুল। এভারটনকে ২-০ গোলে হারিয়েছে দলটি।
শনিবারের ম্যাচে এভারটন খুব একটা সুবিধা করতে পারেনি সালাহদের বিপক্ষে। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে লিভারপুলের জয়ের নায়ক মোহাম্মদ সালাহ।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের লড়াইটা সেভাবে জমেনি। এভারটন খুব একটা প্রতিরোধ করতে পারেনি সালাহদের। ম্যাচে দাপট দেখায় লিভারপুল। ৭৭ শতাংশের বেশি সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে দলটি।
বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও লিভারপুল প্রথমার্ধ গোল আদায় করতে পারেনি। এভারটনও গোল আদায়ে সাফল্য পায়নি। গোল শুন্য সমতায় তাই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।
জয়ে ফিরতে মরিয়া লিভারপুল দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে। প্রতিপক্ষকে এগিয়ে যাওয়ার সুযোগও করে দেয় এভারটন। ম্যাচের ৭৫তম মিনিটে নিজেদের বক্সে ভুল করে পেনাল্টি দেয় দলটি। স্পট কিক থেকে লিভারপুলকে ১-০তে এগিয়ে দেন সালাহ।
গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে এভারটন। তবে গোল করতে পারেনি দলটি। নির্ধারিত সময়ে আর ব্যবধানে বাড়াতে পারেনি দলটি। তবে যোগ করা সময়ে সালাহ জোড়া গোল পূর্ণ করেন। তাতে লিভারপুলের ২-০ গোলের জয় নিশ্চিত হয়।
নয় ম্যাচে ছয় জয়, দুই ‘ড্র’ ও এক হারে ২০ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে উঠেছে লিভারপুল। রাতের অন্য ম্যাচে ম্যানসিটি জিতলেই হল্যান্ডরা উঠবে শীর্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post