নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় অনুষ্টিত সিলেট বিভাগীয় অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সিলেট জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দল। ফাইনালে মৌলভীবাজার জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলকে ১১৫ রানের ব্যবধানে হারিয়েছে সিলেট জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দল।
সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্টিত ফাইনালে স্বাগতিক সিলেট আগে ব্যাট করে আরিয়ান-রেদওয়ানের ব্যাটে ১৮৬ রান তুলে। জবাবে খেলতে নামা মৌলভীবাজার সিলেটের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৭১ রানেই গুটিয়ে যায়।
টস জিতে ব্যাট করতে নামা সিলেট রেদওয়ান, আরিয়ানদের ব্যাটে চড়ে নির্ধারিত ওভারে সাত উইকেটে ১৮৬ রান তুলে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করেন আরিয়ান। ৯৬ বলের ইনিংসে হাঁকিয়েছেন চারটি বাউন্ডারি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক রেদওয়ান। দু’টি করে চার ও ছক্কায় ৩৩ বলে নিজের ইনিংসটি সাজান তিনি। ৭৩ বলে ২৮ রান করেন শাফী। ৩৬ বলে ২০ রান করেন রনি।
মৌলভীবাজারের হয়ে জুবেদ ও সাব্বির ২টি করে উইকেট লাভ করেন।
১৮৭ রানের টার্গেটে খেলতে নামা মৌলভীবাজার সিলেটের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৭১ রানেই গুটিয়ে যায়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ১১ রান করে সংগ্রহ করেন সাইদুর ও সাব্বির। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কোনো ব্যাটার। ব্যাটিং ব্যর্থতায় শিরোপা হাতছাড়া করতে হয় দলটিকে।
সিলেটের হয়ে তারেক, সিংকু, আরিয়ান ও জারির ২টি করে উইকেট লাভ করেন।
ফাইনাল সেরা খেলোয়াড় হন সিলেটের আরিয়ান। টুর্নামেন্ট সেরা খেলােয়াড় হন মৌলভীবাজারের জুবেদ।
সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির আহবায়ক খান মো. রেজা-উন-নবী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মো: নূর হোসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্টের সিলেট বিভাগীয় কোচ ও সাবেক জাতীয় ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, সিলেটের বিভাগীয় কমিশনার এর একান্ত সচিব গালিব চৌধুরী প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা অনূর্ধ্ব-18 ক্রিকেট দলের ম্যানেজার ইমরান আলী এনাম, কোচ রানা মিয়া ও আল ওয়াদুদ সুইট, মৌলভীবাজার জেলা অনূর্ধ্ব-18 ক্রিকেট দলের ম্যানেজার ফরহাদ আলী ইমন, কোচ রেজওয়ান মজুমদার রুমান ও সুফী মাহমুদ সাঈদ রিন্টু প্রমুখ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০