মৌলভীবাজার প্রতিনিধি:: জেলা স্টেডিয়ামে মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শুরু হয়েছে পুলিশ সুপার কাপ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে সদর উপজেলা দলকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে কুলাউড়া উপজেলা।
আগে ব্যাট করতে নামা সদর মাত্র ৮৯ রান তুলতে সমর্থ হয়। সহজ লক্ষ্য কুলাউড়া উপজেলা দল মাত্র এক উইকেট হারিয়ে টপকে যায়।
সদর উপজেলা দল নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৮৯ রান তুলে। দলের পক্ষে রুপন ২৬ রান করেন। আমিরের ব্যাট থেকে আসে ১৬ রান। কুলাউড়ার হয়ে শাহরুক ৩টি ও হাবিব ২টি করে উইকেট লাভ করেন।
৯০ রানের সহজ টার্গেটে খেলতে নেমে কুলাউড়া উপজেলা ১০.২ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ৯২ রান তুলে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করে অপরাজিত থাকেন আহাদ। সুমন কেন ৩২ রান। সদর উপজেলার হয়ে রাহিদ ১টি উইকেট লাভ করেন।
সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/না/০০
Discussion about this post