স্পোর্টস ডেস্ক:: বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আসছে ভারত সফরে। ভারত সরকারের আমন্ত্রণে একটি প্রীতি ম্যাচ খেলবে দলটি। বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসিও থাকবেন সেই দলে। ভারতীয় গণমাধ্যম এমন খবর দিয়েছে। আর্জেন্টিনা পুরো স্কোয়াড নিয়েই আসবে ভারত সফরে।
আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন (এএফএ)’র সঙ্গে ভারত সরকার বৈঠক করেছে। তাতে আর্জেন্টিনা ভারত সফরে আসতে সম্মতি দিয়েছে। ভারতের কেরালা রাজ্য সরকার আর্জেন্টিনাকে নিজেদের রাজ্যে নিয়ে আসছে। তারাই প্রীতি ম্যাচটি আয়োজন করবে।
কেরালা রাজ্যের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুল রহিম আর্জেন্টিনাকে আনার বিষয়টি নিশ্চিত করেছে। সম্প্রতি তিনি স্পেনে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে আর্জেন্টিনা ভারত সফরের সম্মতি দিয়েছে।
কেরালা রাজ্যে আগামী বছরের সেপ্টেম্বর বা অক্টোবরে প্রদর্শনী ম্যাচটি গড়াতে পারে। ক্রীড়ামন্ত্রী জানিয়েছে ভেন্যু হিসেবে আপাতত কোচির স্টেডিয়ামের কথা চিন্তা করা হচ্ছে। সেখানে ৬০ হাজারের বেশি দর্শক ধারণক্ষমতা রয়েছে। রাজ্য সরকার প্রীতি ম্যাচটির সম্পূর্ণ খরচ বহন করবে। ম্যাচটি উপলক্ষ্যে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কর্মকর্তারাও ভারত সফরে আসবেন।
কেরালা রাজ্যের ক্রীড়ামন্ত্রী আব্দুল রহিম সাংবাদিকদের বলেন, ‘আর্জেন্টিনার কর্তাদের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। কিছুদিন পরই কেরালাতে আসবেন এএফএ কর্মকর্তারা। সব খতিয়ে দেখবেন। পাশাপাশি কেরালাতে ফুটবল একাডেমি গড়ার চিন্তা করছে এএফএ। তাতে গোটা রাজ্যের ফুটবল মানচিত্র বদলে যেতে পারে।’
অবশ্য এর আগেও ভারত সফর করেছে আর্জেন্টিনা। ২০১১ সালের ২ সেপ্টেম্বর আর্জেন্টিনা দল ভারতে এসে একটি প্রস্তুুতি ম্যাচ খেলে। সেই ম্যাচেও খেলে ছিলেন মেসি। সেবার কলকাতায় ভেনেজুয়েলার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। নিকোলাস ওটামেন্ডির গোলে জিতেছিল আর্জেন্টিনা। যুবভারতীতে সেই ম্যাচে এক লাখের কাছাকাছি দর্শক হয়েছিল। এবার বিশ্ব চ্যাম্পিয়ন দল নিয়েই আসছে মেসিরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০