স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে ফর্মের তুঙ্গে থাকা লিভারপুলের সঙ্গে গোলশূন্য ড্র করে একটি মূল্যবান পয়েন্ট পেল ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার রাতের ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। ফলে লিভারপুল হারাল লিগ টেবিলের শীর্ষস্থান।
দিনের আরেক ম্যাচে ব্রাইটনকে হারিয়ে শীর্ষে ফিরেছে আর্সেনাল। এবার তাদেরকে টপকে যাওয়ার সুযোগ ছিল ইয়ের্গুন ক্লপের দলের। কিন্তু পারল না স্বাগতিকরা। অ্যানফিল্ডে পয়েন্ট ভাগাভাগি করেছে লিভারপুল-ম্যান ইউ। দুইয়ে আছে লিভারপুল। তিনে অ্যাস্টন ভিলা।
ম্যাচের শেষ দিকে দিয়োগো দালোত লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ম্যান ইউ। তবু দলটির রক্ষণভাগ মাটি কামড়ে লড়াই করে লিভারপুলকে রুখে দিয়েছে। গোলশূন্য ড্র করায় পয়েন্ট তালিকার তারা উঠে এল সাতে। চারে অবস্থান ম্যানচেস্টার সিটির।
১৭ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৩৯, লিভারপুলের ৩৮। মৌসুমের চমক অ্যাস্টন ভিলারও পয়েন্ট ৩৮। তবে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় তিনে রয়েছে ভিলা। আগামী শনিবার অ্যানফিল্ডেই লিভারপুলের মুখোমুখি হবে আর্সেনাল। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচই গড়ে দিতে পারে শিরোপা জয়ের দৌড়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post