স্পোর্টস ডেস্কঃ ইউরোর ফাইনালে স্পেনের কাছে হারের পর কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান গ্যারেথ সাউথগেট। পরপর দুটি ইউরোর ফাইনালে তুলেও শিরোপা জিততে না পারার ব্যর্থতাতেই মূলত সরে দাঁড়ান এই ইংলিশ কোচ।
এদিকে ইংলিশদের কোচের পদে পেপ গার্দিওলার নাম শোনা যাচ্ছে। প্রাক্–মৌসুম প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রে থাকা গার্দিওলাকে এক সাংবাদিক তাঁকে ইংল্যান্ডের কোচ হওয়া নিয়ে জিজ্ঞাসা করলে বলেন, ‘এখানে (ম্যানচেস্টার সিটি) আমি ভালোই আছি। (এ মুহূর্তে) আমি কিছু বলতে পারছি না। আমি জানি না এটা (গুঞ্জন) কোথা থেকে এসেছে। তবে আমি এখানে সুখে আছি। খেলোয়াড়েরা খেলতে নামার প্রস্তুতি নিচ্ছে, সামনে যা করতে হবে, তা নিয়ে প্রাণবন্ত হয়ে উঠছে আমি এসব নিয়ে আছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০