স্পোর্টস ডেস্ক:: ম্যানচেস্টার ইউনাই্টেড ঘুরে দাঁড়িয়েছে এরিক টেন হাগের অধীনে। দারুণ মৌসুম কাটিয়েছেন তিনি। রোনালদো বিতর্ক ছাপিয়ে ছয় বছর পর শিরোপা খরা কাটিয়েছে ম্যানইউ।
প্রথম মৌসুমে ডাগআউটে দারুণ পারফর্ম করা টেন হাগ এবার আরো বড় স্বপ্ন দেখছেন। করতে চান দারুণ কিছু। দলও গঠন করেছেন মনের মতো। তবে এবার তার চাওয়া কেবল একজন স্ট্রাইকার। তাহলে দল নিয়ে অসন্তুুষ্টির আর জায়গা থাকবে না টেন হাগের।
দল উন্নতি করছে জানিয়ে এরিক টেন হাগ বলেন, সব দিক থেকেই আমরা দারুণভাবে উন্নতি করেছি এবং তা খুব প্রয়োজনও ছিল। তবে আমার মনে হয় এখনও আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। সে জন্য প্রয়োজনীয় সবকিছুই গ্রহণ করবো আমরা। যাতে পরবর্তী ধাপে যাওয়াটা সহজ হয়।
দলে একজন স্ট্রাইকার প্রয়োজন জানিয়ে এই কোচ আলো বলেন, এখন যে দলটি রয়েছে, তারা জানে কীভাবে খেলতে হয়। সঠিক ফুটবলার বাছাইয়ের মাধ্যমে আমাদের পাইপলাইনও বেশ পরিপূর্ণ। আমার মনে হয়, আন্দ্রে ওনানা ও ম্যাসন মাউন্টকে দিয়ে সফলতা হবে ম্যানইউ। এখন আমাদের কেবল একজন স্ট্রাইকার দরকার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post