নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন যুক্তরাষ্ট্র সিরিজ থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। চোটের কারণে অভিজ্ঞ এই পেসাররের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চিয়তা। বিশ্বকাপে তাসকিনকে পেতে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে রাজি বিসিবি। তবে, বিশ্বকাপের আগে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র সিরিজে খেলা হচ্ছে না এই টাইগার পেসারের।
বিসিবির এক সূত্র সোমবার (১৩ মে) জানিয়েছে, তাসকিন সুস্থ হয়ে উঠলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলানো হবে না তাসকিনকে। বিশ্রামে রাখা হবে বাংলাদেশের এই পেসারকে। আগামী ১৫ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২১ মে।
হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজের ম্যাচগুলো হবে ২১, ২৩ ও ২৫ মে। আসন্ন এই সিরিজের আগে তাসকিনের সুস্থ হয়ে উঠার সম্ভাবনা নেই। তাই অভিজ্ঞ এই ক্রিকেটারকে বাদেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়তে হবে টাইগারদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post