স্পোর্টস ডেস্কঃ প্রাক মৌসুম প্রস্তুতির এল ক্লাসিকোতে রিয়ালের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বার্সেলোনা। যুক্তরাষ্ট্রের মাঠে রোববার সকালে ২-১ গোলে জিতেছে হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচের শুরু থেকেই নিজেদের শক্তি দেখায় বার্সা। ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যেতে পারত তারা। পাউ ভিক্তরের হেড দারুণভাবে ঠেকিয়ে দেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া।
গোল না পেলেও হাইপ্রেসিং ও গতিময় ফুটবলে রিয়ালকে চাপে রাখে বার্সা। ৪২ মিনিটে অ্যালেক্স ভালের ক্রসে বল পেয়ে বক্সের ভিক্তরের উদ্দেশে বাড়ান রবার্ত লেভানডফস্কি। হেডে সেই বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন এই স্প্যানিশ তরুণ। এরপর ৫৪ মিনিটে ভালের দারুণ এক পাসে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন ভিক্তর। ৮২ মিনিটে কর্নার থেকে বল পেয়ে দারুণ হেডে গোল করে ব্যবধান ২-১ করেন অরক্ষিত থাকা পাজ। তবে ব্যবধান কমালেও সমতা ফেরানো হয়নি কার্লো আনচেলত্তির দলের।
এ ম্যাচে রিয়াল তারুণ্য ও অভিজ্ঞতার ভিত্তিতে একাদশ সাজালেও বার্সায় তারুণ্যের আধিক্য ছিল বেশি। বার্সার হয়ে অভিজ্ঞদের মধ্যে ছিলেন গোলরক্ষক আন্দ্রে টের স্টেগান, ডিফেন্ডার আন্দ্রেস ক্রিস্টিনসেন এবং স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। অন্যদিকে রিয়ালে থিবো কোর্তোয়া, লুকা মদরিচ এবং এদের মিলিতাওদের মতো অভিজ্ঞরা যেমন ছিলেন, তেমনি ছিলেন আর্দা গুলের এবং এনদ্রিককের মতো তরুণেরাও। এদিকে প্রাক মৌসুমের প্রথম ম্যাচে এসি মিলানের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল রিয়াল। ৭ আগস্ট তৃতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে চেলসির। ১৫ আগস্ট তাদের উয়েফা সুপার কাপের ফাইনাল। এদিকে প্রাক মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ২-২ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জেতে বার্সা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০