নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থায় যুব ক্রিকেটারদের নিয়ে আয়োজিত শেখ কামাল যুব লিগে চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট জোন। সেন্ট্রাল জোনকে সাত উইকেটে হারিয়েছে দলটি। ইস্ট জোনকে শিরোপা জেতাতে দুর্দান্ত পারফর্ম করায় টুর্নামেন্ট সেরা হয়েছেন আরিফুল ইসলাম।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আগে ব্যাট করে সেন্ট্রাল জোন ১৪২ রান তুলে। জবাবে খেলতে নামা ইস্ট জোন মাত তিন উইকেট হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে যায়।
আগে ব্যাট করা সেন্ট্রাল জোন ৪৪.৪ ওভারে অলআউট হওয়ার আগে ১৪২ রান তুলতে সমর্থ হয়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৪৬ রান করেন মাজহারুল ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন মনির হোসাইন। ২৫ রান আসে ওপেনার রিজান হোসেনের ব্যাট থেকে।
ইস্ট জোনের হয়ে ইয়াসিন ও আশরাফুল ৫টি করে উইকেট লাভ করেন।
১৪৩ রানের টার্গেটে খেলতে নামা ইস্ট জোন ৩০.৫ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করে অপরাজিত থাকেন আরিফুল ইসলাম। টুর্নামেন্ট সেরা হওয়া এই ব্যাটার ৪০ বলে আট চার ও এক ছক্কায় সাজিয়েছেন নিজের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন জাওয়াদ আবরার।
সেন্ট্রাল জোনের হয়ে আকাশ, রিজান ও শিহাব ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০
Discussion about this post