স্পোর্টস ডেস্কঃ বুধবার সকালে কোপা আমেরিকার সেমি ফাইনাল মাঠে গড়াচ্ছে। আসরের প্রথম সেমিতেই খেলতে নামছে আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কানাডা। যাদেরকে গ্রুপ পর্বেই হারিয়েছিল মেসিরা। ফের সেই কানাডার সাথে দেখা হচ্ছে আলবিসেলেস্তেদের। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি।
মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে দেখা যাবে লিওনেল মেসিকে। সবশেষ ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে চোট নিয়েই খেলেছেন মেসি। হ্যামিস্ট্রিংয়ের সেই চোটের কারণে পুরোপুরি ছন্দও মেলাতে পারছিলেন না তিনি। তবে যত যাই হোক, মেসিকে সেমি ফাইনালে দেখা যাবে বলে ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। মেসি খেলার মতো ফিট আছেন বলে জানিয়েছেন তিনি। তবে পুরোপুরি ফিট না হলেও, মেসিকে খেলানো হবে। সব দায়ভার নিজের কাঁধেই নিয়েছেন এর জন্য।
স্কালোনি বলেন, ‘সে খেলার জন্য ৯৯ ভাগ ফিট। আমার কাছে কখনোই মনে হয়নি যে সে খেলার জন্য ফিট নয়। কোনো সন্দেহ নেই আগামীকাল খেলার জন্য সে ফিট…যথেষ্ট ফিট আছে। আমার জন্য এই সিদ্ধান্তটা (মেসিকে খেলানোর ব্যাপারে) নেওয়া খুব সহজ। কেননা এটা সহজ একটা সিদ্ধান্ত, সে যদি ফিট থাকে, তাহলে খেলবে। আর সে যতি ফিট না থাকে, তাহলে শেষ ৩০ মিনিট খেলবে। এটা খুবই সহজ ব্যাপার।’
স্কালোনি এই ব্যাপারে আরও বলেন, ‘সিদ্ধান্ত তো আমিই নেব। আমি যদি দেখি সে খেলার জন্য ফিট আছে, তাকে খেলাব। এমনকি ১০০ ভাগ ফিট না থাকলেও সে খেলবে। এর দায় আমি নেব। কিন্তু আমার মনে কোনো সন্দেহ নেই, সে সেরা অবস্থায় থাকলে আমাদের কী দিতে পারে, সেটা আমি জানি। তাকে মাঠে না নামানোর মতো বড় ভুল আমি করতে পারব না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post