নিজস্ব প্রতিবেদকঃ টানা পঞ্চম জয়ে বিপিএলে উড়ছে রংপুর রাইডার্স। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মঙ্গলবার দাপুটে জয় পেয়েছে নুরুল হাসান সোহানের দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করে মাত্র ১১১ রানে শেষ হয়ে যায় ঢাকার ইনিংস।
ইংলিশ তারকা জেসন রয় এবারের আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে বড় ইনিংসের দেখা পান নি। আগের ম্যাচগুলোর মত আজও ব্যর্থ ঢাকার তারকা ব্যাটার লিটন দাস। শৃঙ্খলাভঙ্গের কারণে একাদশের বাইরে থাকা সাব্বির রহমান সুযোগ পেয়েও সেটি কাজে লাগাতে পারেন নি। ঢাকার পক্ষে তানজিদ তামিম ২০, জেসন রয় ১৮, আলাউদ্দিন বাবু ১৬ রান করেন। এছাড়া হাবিবুর ১৪ এবং মোসাদ্দেক ১২ রান করেন। রংপুরের পক্ষে নাহিদ রানা ৩ উইকেট শিকার করেন। এছাড়া আকিফ জাভেদ ও খুশদিল ২টি করে উইকেট শিকার করেন।
সহজ লক্ষ্য তাড়ায় রংপুর ম্যাচ জিতেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। যা আসরে টানা পঞ্চম জয়। রান তাড়ায় রংপুর শুরুতে হারায় আজিজুল হাকিম তামিমের উইকেট। টানা চার ম্যাচে ব্যর্থ হয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের এই অধিনায়ক। এরপর অ্যালেক্স হেলস সচল রাখেন রানের চাকা। আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো এই ইংলিশ তারকা আজ ২৭ বলে খেলেন ৪৪ রানের ইনিংস। ৩ ছক্কা ও ৪ চারে এই ইনিংস সাজান তিনি। সাইফ হাসান করেন ১৫ বলে ১৩ রান। এরপর জয়ের আনুষ্ঠানিকতা সারেন ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ। শেষদিকে খুশদিল ১৩ বলে ২৭ রানে ঝড়ো ইনিংস খেলেন। ঢাকার হয়ে ১টি করে উইকেট নিয়েছেন আলাউদ্দিন বাবু, মুস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০