নিজস্ব প্রতিবেদকঃ সাফল্য উদযাপনের ক্ষেত্রে বরাবরই আইকনিক ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ সুপারস্টার যা করেন, সবসময়ই একটা ছাপ ফেলে যায় সমর্থকদের হৃদয়ে। রোনালদোর সেই উদযাপন বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ক্রীড়াবিদের মাধ্যমে। মূলত তার লড়াকু জীবন-যাপনকে অনুপ্রেরণা মেনেই তারা করে থাকেন।
তেমনই চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান নবম আসরে রোনালদোর উদযাপন দেখা যাচ্ছে। আর সেটা করছেন রংপুর রাইডার্সের পেসার রবিউল হক। একেকটি উইকেট শিকার করে তার সেই উদযাপন নজর কেড়েছে সকলের। শুক্রবার খুলনা টাইগার্সের বিপক্ষে ৪ উইকেট শিকার করে নায়ক রবিউল কেন রোনালদোর এই উদযাপন করেন, সেটা ব্যাখা করেছেন।
রবিউল হক বলেন, ‘আমার উদযাপন নিয়ে সবাই খুব উৎসুক। উদযাপনের পেছনে যে আইকনিক মানুষটা (রোনালদো) আছেন, সেটা অনেক গুরুত্বপূর্ণ। প্রত্যেক খেলোয়াড়ই কাউকে না কাউকে অনুসরণ করেন, আমিও একজনকে অনুসরণ করি।’
‘খুব খারাপ পরিস্থিতিতে দলকে যেকোনোভাবে কামব্যাক করাতে পারেন, বড় মঞ্চেও। এরকম একটা বিশ্বতারকার কাছ থেকে কিছুটা হলেও, যদি আমি নিজের ভেতর নিতে পারি, কঠোর পরিশ্রম, শক্তি মানসিকতা যাই বলেন…। আমার জন্য এসব অনেক সৌভাগ্যের ব্যাপার।’
‘রিয়াল মাদ্রিদে দুর্দান্ত মৌসুম কাটানোর পর এত চ্যাম্পিয়ন্স লিগ, এত ট্রফি, জুভেন্টাসে যাওয়ার পর… এখনও তাঁর শক্ত মানসিকতার পরিচয় দিয়ে যেভাবে যাচ্ছেন, অনেক বড় কিছু এটা। রোনালদোর এসব অনুসরণ করা হয়। নিজেকেও পাম্প আপ করি, একটা মানুষ কঠোর পরিশ্রম দিয়ে এত কিছু করতে পারলে…আমিও মানুষ, অনেক কিছু করতে পারব।’ যোগ করেন রবিউল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post