নিজস্ব প্রতিবেদকঃ চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুই ম্যাচ খেলেও জয়ের মুখ দেখেনি খুলনা টাইগার্স। শুক্রবার রংপুর রাইডার্সের বিপক্ষেও বড় সংগ্রহ পায় নি ইয়াসির আলী রাব্বির দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৩০ রানে অলআউট হয়ে গেছে তারা। রংপুরের পেসার রবিউল হক ৪ ওভারে ২২ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন।
টস হেরে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল-হাবিবুর রহমানের বিদায়ে শুরুতেই থাক্কা খায় খুলনা। ৪ বলে ১ রান করেছেন তামিম। আরেক ওপেনার হাবিবুর করেছেন ১১ বলে মাত্র ৪ রান। তিনে নামা শারজিল খান ১২ বলে ১২ রান করে ফিরে যান। এরপর জুটি গড়ে ধাক্কা সামাল দেন আজম খান ও অধিনায়ক ইয়াসির আলী। তবে ২২ বলে ২৫ রান করে ইয়াসির বিদায় নিলে ভাঙে এই জুটি।
টিকতে পারেন নি সাব্বির রহমানও। মাত্র ১ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। আজম খান ফিরেছেন ২৩ বলে ৩৪ রান করে। শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিনের ২২ রান কেবল খুলনার পুঁজি বাড়িয়েছে। রংপুরের হয়ে চারটি উইকেট নিয়েছেন রবিউল। ২টি করে উইকেট নিয়েছেন ওমরজাই, হাসান মাহমুদ ও রকিবুল হাসান।
খুলনা টাইগার্স: তামিম ইকবাল, শারজিল খান, হাবিবুর রহমান, আজম খান, ইয়াসির আলী (অধিনায়ক), সাব্বির রহমান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ সাইফউদ্দিন, আমাদ বাট, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ।
রংপুর রাইডার্স: নাইম শেখ, রনি তালুকদার, সাইম আইয়ুব, মেহেদী হাসান, শোয়েব মালিক, শামীম হোসেন, নুরুল হাসান (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, রবিউল হক, হাসান মাহমুদ, রকিবুল হাসান।
Discussion about this post