স্পোর্টস ডেস্কঃ আয়ারল্যান্ড সফরে গিয়ে হার দেখতে হয়েছে পাকিস্তানের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে আইরিশরা। আর এমন হারের প্রভাব পড়েছে গোটা দলের উপর। চারিদিক থেকেই ধেয়ে আসছে সমালোচনা। বিশ্বকাপের আগ মূহুর্তে এমন হার মেনে নিতে পারছেন না কেউই।
পিসিবির সাবেক চেয়ারম্যান ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা তো প্রশ্নই তুলে দিয়েছেন, এই পাকিস্তান দল কীভাবে বিশ্বকাপ জিতবে! পুরো দলের শরীরি ভাষা দেখে হতাশা প্রকাশ করেছেন তিনি। এই হারের কোনো অজুহাত হতে পারে না বলে মনে করেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে রমিজ রাজা বলেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে হারের কোনো অজুহাতই দিতে পারেন না। তাদের শরীরী ভাষা অনেক দুর্বল মনে হয়েছে। এমন এক কম্বিনেশন তৈরি করেছেন যে, দলে প্রভাব ফেলছে সেটা।’
‘এই পাকিস্তান দল কীভাবে বিশ্বকাপ জিতবে? দলটার সামর্থ্য জানেন আপনি। তারপরও এদের কাছ থেকেই ভারত-অস্ট্রেলিয়ার মতো পারফরম্যান্স আশা করেন। কিংবা, ট্রেভিস হেডের মতো খেলোয়াড় তৈরি করতে চান।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post