স্পোর্টস ডেস্কঃ চলতি মাসেই মেজর লিগ ক্রিকেট (এমএলসি) প্রথম আসর শুরু হতে যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্ট নিয়ে ক্রিকেট পাড়ায় নতুন শোরগোল। বিশ্বের নামদামি সব তারকারাই খেলবে এই লিগে। মুলত এই লিগে ফ্র্যাঞ্চাইজি মালিকরা আইপিএলের দলগুলোরও মালিক। যার ফলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে তারকাদেরই দেখা যাবে।
এদিকে আসর শুরুর আগে শিরোপার অন্যতম দাবিদার লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা সুনীল নারিন সামলাবেন এমএলসিতে লস অ্যাঞ্জেলসের দায়িত্ব। এক বিবৃতিতে ক্যারিবিয়ান এই অলরাউন্ডারের নাম ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এবারের আসরে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে টেক্সাস সুপার কিংস এবং লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স।
লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স দলে আছেন জেসন রয়, মার্টিন গাপ্টিল, নীতীশ কুমার, রাইলি রুশো, আন্দ্রে রাসেল, লকি ফার্গুসন, অ্যাডাম জাম্পার মতো তারকা ক্রিকেটাররা। তাদের প্রধান কোচ করা হয়েছে সাবেক ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্স। দলের ক্রিকেটারদের নিয়ে আশাবাদী অধিনায়ক নারিন। তিনি বলেন, ‘এই দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছে, যাদের সঙ্গে আমি অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে পারি।’
আমেরিকায় থাকা নাইট রাইডার্স ভক্তদের সমর্থন চান নারিন। তিনি বলেন, ‘আমেরিকায় এটি আমাদের জন্য একটি উত্তেজনাপূর্ণ সময় হবে৷ আমরা আশা করি আমেরিকার সকল নাইট রাইডার্স ভক্তরা আমাদের সমর্থন করতে আসবেন, পাশাপাশি বিশ্ব জুড়ে সমর্থকরা আমাদের সমর্থন করবে। নাইট রাইডার্স যেখানেই খেলুক না কেন, আমি তাদের প্রতিনিধিত্ব করার কথা বলেছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post