স্পোর্টস ডেস্কঃ ব্যক্তিগত কারণে আসন্ন আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইংলিশ ক্রিকেটার জেসন রয়। তার জায়গায় ফিল সল্টকে নেওয়ার কথা রোববার বিবৃতি দিয়ে জানায় কলকাতা নাইট রাইডার্স। ভিত্তি মূল্য দেড় কোটি রুপিতেই তাকে পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
সল্ট সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন গত বছর ডিসেম্বরে। যেখানে উইন্ডিজের বিপক্ষে ৪০, ২৫ ও অপরাজিত ১০৯, ১১৯ ও ৩৮ রান করেন তিনি। প্রায় ১৮৬ স্ট্রাইক-রেট নিয়ে ৩৩১ রান সহযোগে তালিকার শীর্ষে ছিল সল্টের নাম। সল্টের ঝুলিতে শেষ সেঞ্চুরি দুইটি এসেছে আইপিএল নিলাম অনুষ্ঠিত হওয়ার পর।
ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে এখন পর্যন্ত ২২১ টি-টোয়েন্টি ইনিংসে ২৫.৮৯ গড় ও ১৫৩.৪১ স্টাইক রেটে সল্টের রান ৫ হাজার ৩০৮। বিগ ব্যাশ, সিপিএল, পিএসএলসহ বিশ্বজুড়ে টি-টোয়েন্টিতে লিগগুলোতে খেলেছেন ২৭ বছর বয়সী এই কিপার-ব্যাটার। এদিকে আগামী ২৩ মার্চ ইডেন গার্ডেনসে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএলের নতুন মৌসুম শুরু করবে কলকাতা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post