স্পোর্টস ডেস্কঃ বিপর্যস্ত পাকিস্তান দল আবারও মাঠে নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে কানাডার বিপক্ষে খেলতে নামছেন বাবর আজমরা। ম্যাচটি নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে।
ইতিমধ্যেই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে অঘটনের শিকার হয়েছে পাকিস্তান। এরপর ভারতের বিপক্ষে নিশ্চিত জয়ের ম্যাচে ৬ রানে হেরে এখন আসর থেকে বিদায়ের শঙ্কায় গেলবারের রানার্স-আপরা। এবার তাই বিশ্বকাপে টিকে থাকার লড়াই পাকিস্তানের। বাঁচা-মরার ম্যাচে তাদের প্রতিপক্ষ কানাডা।
যারা কি-না এবারের বিশ্বকাপে ইতিমধ্যেই অঘটন ঘটিয়েছে। এই নাসাউ স্টেডিয়ামেই টেস্ট খেলুড়ে দেশ আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়েছে কানাডা।তুলনামূলক শক্তিশালী দেশটির বিপক্ষেই অস্থায়ী স্টেডিয়ামটিতে আসরের সর্বোচ্চ ১৩৭ রানের স্কোর এই কানাডার। যেখানে অন্যান্য বড় দলগুলো রান তুলতে খাবি খাচ্ছে রীতিমতো। এছাড়া আইসিসির সহযোগী দেশ কানাডা নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষেও দারুণ লড়াই করেছিল। ডালাসে ১৯৪ রান সংগ্রহ করেছিল আগে ব্যাট করে। পরবর্তীতে অ্যারন জোন্সে বীরত্ব গাঁথা ইনিংসে ভর করে সেই ম্যাচ জিতে যুক্তরাষ্ট্র।
তাই এই কানাডাকে হেলাফেলা করার সুযোগ নেই মোটেও। দলটিও সুপার এইটে যাওয়ার স্বপ্ন দেখছে, সেই পথে বড় অঘটন ঘটিয়ে দিতে পারে। এদিকে বিশ্বকাপে টিকে থাকতে হলে, এই ম্যাচে জেতার বিকল্প নাই। আর যদি দল জিতেও, অন্যান্য সমীকরণ সামনে আসবে। গ্রুপে বাকি ম্যাচগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post