নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বড় পুঁজি পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে আগে ব্যাট করতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯০ রানের পুঁজি পেয়েছে মোহামেডান। এই ম্যাচে খেলছেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রনি তালুকদার। তিন জনই আয়ারল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি শেষে চট্টগ্রাম থেকে গেল রাতে ঢাকায় ফিরে আজ সকালে ম্যাচে অংশ নিয়েছেন।
ম্যাচের শুরুতে ৭৯ রানের উদ্বোধনী জুটি পায় মোহামেডান। রনি তালুকদার ও ইমরুল কায়েস মিলে সেই জুটি গড়েন। রান পেলেও, ইনিংস বড় করতে পারেননি। ওপেনিংয়ে নেমে ৩২ রান করেছেন। ৪৪ বলের ইনিংসে ২ বাউন্ডারি ও ১ ছয় হাঁকান রনি। এরপর টপ অর্ডারে নামানো হয় মেহেদী হাসান মিরাজকে। তিনি অবশ্য সুবিধা করতে পারেননি। ১৩ বলে ৫ রান করেছেন কেবল। মিরাজের বিদায়ে চারে নামা সাকিবও রান করতে পারেননি। এই বাঁহাতি ৯ বলে ৫ রান করেছেন মাত্র।
দ্রুত তিন উইকেট হারিয়ে বিপাকে পড়া মোহামেডানের হাল ধরেন দুই অভিজ্ঞ ইমরুল ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনে চতুর্থ উইকেটে ৭৩ রানের দারুণ জুটি গড়েন। সেই জুটিতে বড় রানের ভিত পায় মোহামেডান। তবে মাত্র ৭ রানের ব্যবধানে দুই তারকা বিদায় নিলে, ফের বিপদে পড়ে মোহামেডান।
সেঞ্চুরির আশা দেখিয়েও করতে পারেননি ইমরুল। ১০১ বলে ১০ বাউন্ডারি ও ২ ছক্কায় সাজান নিজের ইনিংস। এদিকে মাত্র ২ রানের জন্য ফিফটি মিস করেন মাহমুদউল্লাহ। তিনি ৫১ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৮ রানে থামেন। সাত নম্বরে ব্যাট করতে নেমে বড় রান করতে ব্যর্থ হন সৌম্য সরকার (৮ রান)। ছয়ে নামা মাহিদুল অঙ্কন ২২ রানের বেশি করতে পারেননি। শেষ দিকে ৪ ছক্কায় আরিফুল হকের ৩৯ ও ২টি করে চার এবং ছয়ে জ্যাক লিনটটের ২৪ রানের ঝড়ো ইনিংসে প্রায় তিনশ ছুঁইছুঁই রানের পুঁজি পায় মোহামেডান।
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে পারভেজ রাসুল ও আরিফ হোসেন ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post