নিজস্ব প্রতিবেদকঃ সামর্থ্যের মধ্যেই ভারতকে আটকে রাখল বাংলাদেশ দল। মারুফা আক্তার, রাবেয়া খানদের দারুণ বোলিংয়ের পর সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করেছে ভারত। জিততে হলে তাই বাংলাদেশকে করতে হবে ১৪৬ রান। চ্যালেঞ্জিং লক্ষ্যই টাইগ্রেসদের টপকাতে হবে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি ভারতের। তৃতীয় ওভারেই ফিরে যান ওপেনার স্মৃতি মান্ধানা। তবে দ্বিতীয় উইকেটে ইয়স্তিকা ভাটিয়ার সাথে শেফালি ভর্মা ৪৩ রানের জুটি গড়লে ঘুরে দাঁড়ায় ভারত। ৩১ রান করে শেফালি ভর্মা বিদায় নিলে ভাঙে সেই জুটি। এরপর ৪৫ রানের জুটি গড়েন ইয়স্তিকা ও অধিনায়ক হরমনপ্রীত কৌর।
তবে এই জুটি ভাঙতেই কিছুটা ছন্নছাড়া হয়ে পড়ে ভারত। শেষ পর্যন্ত দেড়শ রানও পার করতে পারেনি দলটি। ইয়াস্তিকা সর্বোচ্চ ৩৬ রান করেছেন ৬ বাউন্ডারিতে। ৪ বাউন্ডারিতে ৩০ রান এসেছে হরমনপ্রীত কৌরের ব্যাট থেকে। শেষ দিকে ২৩ রান করেছেন রিচা ঘোষ।
বাংলাদেশের হয়ে ২৩ রান খরচায় ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার রাবেয়া খান। মারুফা আক্তার ৩ ওভারে ১৩ রানে ২ উইকেট নিয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post