স্পোর্টস ডেস্ক:: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেই পাকিস্তানের কাছে সিরিজ হারায় দক্ষিণ আফ্রিকা। সিরিজ খোঁয়ানোর ম্যাচে পাকিস্তানের তারকা মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে তর্কে জড়িয়ে মেজাজ হারান প্রোটিয়া তারকা হেনরিখ ক্লাসেন। এরপর স্টাম্পে লাথি মেরে বসেন তিনি।
স্টাম্পে লাথি মেরে পার পেলেন না ক্লাসে। আম্পায়ারদের রিপোর্ট যায় তার বিরুদ্ধে। এবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারকে শাস্তি দিয়েছেন। প্রোটিয়া ব্যাটারকে একটি ডিমেরিট পয়েন্ট ও ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।
সিরিজের দ্বিতীয় ম্যাচটি দক্ষিণ আফ্রিকা ৮১ রানের বড় ব্যবধানে হেরে যায়। আগে ব্যাট করা পাকিস্তান ৩৩০ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা প্রোটিয়ারা অলআউট হয় ২৪৮ রানে। দক্ষিণ আফ্রিকার হয়ে একাই লড়াই করেন হেনরিখ ক্লাসেন। দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২৬তম ওভারের শেষ বলে ক্লাসেনকে লক্ষ্য করে কিছু একটা বলতে দেখা যায় পাকিস্তানের পেসার হারিস রউফকে। ঘটনার জেরে ক্ষিপ্ত হয়ে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন প্রোটিয়া ব্যাটার। এক পর্যায়ে বাবর আজম এসে পরিস্থিতি সামাল দেন।
চরম রাগান্বিত হয়ে ব্যাটিংয়ে থানে ক্লাসেন। ৪৪তম ওভারের প্রথম বলে নাসিম শাহকে উড়িয়ে মারতে গিয়ে ইরফান খানের হাতে ক্যাচ হন ক্লাসেন। কাটা পড়েন ৯৭ রানে।।এমনিতে মেজাজ হারানো ক্লাসেন সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থেকে আউট হয়ে নিজের মেজাজ আর টিক রাখতে পারেননি। দুই রাগের একত্র মিশেলে আউটের পর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি ক্লাসেন। গজরাতে গজরাতে লাথি মারেন স্টাম্পে।
আইসিসির আর্টিকেল ২.২ অনুযায়ী ক্লাসেনকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। শাস্তি হিসেবে ম্যাচটির ১৫ শতাংশও কেটে নেওয়া হয়েছে। ক্লাসেন শাস্তি মেনে নেওয়ায় এ বিষয় আর কোনো শুনানি প্রয়োজন হয়নি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০