নিজস্ব প্রতিবেদক:: সিরিজ জিততে হলে আজকের ম্যাচ জিততেই হবে। এমন ‘কঠিন’ সমীকরণের ম্যাচে ব্যাট হাতে লড়াই করলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দু’জনের ব্যাটে ভর করে বাংলাদেশ পেয়েছে লড়াইয়ের পূঁজি। শারজাহতে আগে ব্যাট করা বালাদেশ ২৪৪ রান তুলেছে।
জয়ের জন্য আফগানিস্তানকে করতে হবে ২৪৫ রান।
মাত্র দুই রানের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েছেন রিয়াদ। ইনিংসের শেষ বলে রানআউটের আগে খেলেছেন ৯৮ রানের নান্দনিক এক ইনিংস। তাতেই বাংলাদেশ আট উইকেটে ২৪৪ রানের পূঁজি পেয়েছে্
টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ সৌম্য সরকার ও তানজিদ তামিমের ব্যাটে দারুণ শুরু পায়। দুই ওপেনারের উদ্বোধনী জুটিতে টাইগাররা তুলে নেয় ৫৩ রান। ইনিংসের নবম ওভারের তৃতীয় বলে সৌম্যের বিদায়ে উদ্বোধনী জুটি ভাঙার পরপরই বাংলাদেশ কিছুটা চাপে পড়ে দ্রুত চার উইকেট হারিয়ে। তিন চারে ২৩ বলে ২৪ রান করা সৌম্যের বিদায়ের পরপরই সাজঘরে ফিরেন আরেক ওপেনার তানজিদ তামিম। ইনিংসের দশম ওভারের প্রথম বলে দলীয় ৫৩ রানেই দ্বিতীয় উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। তিন চারে ২৯ বলে ১৯ রান করেন এই ওপেনার।
পরপর দুই ওপেনারের বিদায়ের পর বাংলাদেশ বড় ধাক্কা খায় তিনে নামা জাকিরের বিদায়ে। ইনিংসের ১১তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৫৮ রানের মাথায় জাকির ফিরেন প্যাভেলিয়নে। সাত বলে করেন মাত্র ৪ রান। দ্রুত তিন উইকেট হারানোর ধাক্কা সামলিয়ে উঠার আগেই এবার আউট হয়ে যান তাওহীদ হৃদয়। তার বিদায়ে দলীয় ৭২ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ১৪ বলে ৭ রান করেন তিনি।
পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়েন অধিনায়ক মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ্। দু’জনে মিলে ১৪৫ রানের জুটি গড়েন ১৮৮ বলে। তাদের দায়িত্বশীল জুটিতেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। বিপর্যয় ঠেকিয়ে বড় সংগ্রহ করে টাইগাররা। ইনিংসের ৪৬তম ওভারের শেষ বলে মিরাজের বিদায়ে ভাঙে এই জুটি। দলীয় ২১৭ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। ১১৯ বলে চার চারে ৬৬ রানের ধৈর্য্যশীল এক ইনিংস খেলেন মিরাজ।
মিরাজ ফিরলেও অন্য প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাট করতে থাকেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। ইনিংসের শেষ বলে রানআউট হওয়ার আগে ৯৮ বলে ৯৮ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। সাত চার ও তিন ছক্কায় ইনিংসের মোড় ঘুরিয়ে দেওয়া নান্দনিক ইনিংসটি খেলেন তিনি। নির্ধারিত ওভার শেষে আট উইকেটে বাংলাদেশ থামে ২৪৪ রানে।
আফগানিস্তানের হয়ে আজমতউল্লাহ ওমরজাই চারটি, নবী ও রশীদ খান একটি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম.নিপ্র/ডেস্ক/০০